Dashabatar Card: বিষ্ণুপুরের গোলাকার দশাবতার তাস কীভাবে খেলা হয়?

dashabatar-card-BNC

মল্লরাজাদের অনুপম কীর্তির সাক্ষ্য আজও বহন করে চলেছে মন্দিরনগরী বাঁকপড়ার বিষ্ণুপুর (bishnupur)। এখানে রাসমঞ্চ, জোরবাংলা মন্দির, শ্যামরাই মন্দির দেখতে সারা বছর ভিড় জমান পর্যটকরা। তাছাড়া, শাস্ত্রীয় সংগীত, বালুচরী, শঙ্খ শিল্প সবই বিষ্ণুপুরকে অনন্য করেছে। তবে বিষ্ণুপুরের সবচেয়ে আশ্চর্যের বিষয় দশাবতার তাস (dashabatar card)। ভগবান বিষ্ণুর নামেই এলাকার নাম বিষ্ণুপুর। আর তাঁরই দশ অবতারের ছবি দিয়ে এই তাস তৈরি করা হয়। প্রায় হাজার বছর ধরে মল্ল রাজাদের পৌরোহিত্যে এই দশাবতার তাস তৈরি হয়ে আসছে। ১৮৯৫ সালের এশিয়াটিক সোসাইটির জার্নালে হরপ্রসাদ শাস্ত্রী জানান, দশাবতার তাসে গৌতম বুদ্ধকে বিষ্ণুর অবতার রূপে দেখানো হয়েছে। এখানেই এই তাসের গুরুত্ব। জানা গিয়েছে, দশাবতার তাস (dashabatar card) নিয়ে খেলাকে ‘ওড়ক খেলা’ বলতেন মল্লরাজারা। তখনও বাংলাভাষা আজকের রূপ পায়নি। রাজ পরিবারেই এই খেলার প্রচলন। বিষ্ণুপুর সহ তৎকালীন মল্লভূমের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যেও এ খেলা জনপ্রিয় ছিল। পরবর্তীকালে এই খেলা পৌঁছয় মোগল দরবারেও।

কীভাবে এই দশাবতার তাস খেলা হয়? (How To Play Dashabatar Card?)

মোট একশ কুড়িটি তাস রয়েছে এই খেলায়। দশটি অবতারের জন্য রয়েছে দশটি তাস। প্রতিটির অধীনে রয়েছে মন্ত্রী সহ আরো এগারোটি করে তাস। উল্লেখ্য, ভগবান বিষ্ণুর দশটি অবতার হল মৎস অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধদেব (জগন্নাথ দেবের আদলে) এবং কল্কী। দশাবতার তাস আসলে পাঁচজন তাসুড়ের খেলা। সময় অনুযায়ী খেলার ধাঁচ পরিবর্তন হয়। দিনের বেলায় রাম অবতারের তাসে খেলা শুরু। সন্ধ্যা বেলায় নৃসিংহ, রাতে মৎস, বৃষ্টি হলে কূর্ম ইত্যাদি। আজ আর এই খেলা খেলার লোক নেই। দশাবতার তাস (dashabatar card) বেঁচে আছে কেবল শিল্পকর্ম হিসাবেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ