S Jaishankar: চীনের সঙ্গে সম্পর্কে ‘বিঘ্ন ঘটেছে’ মন্তব্য বিদেশমন্ত্রী জয়শঙ্করের

Foreign-minister-s-jaishankar-says-relationswith-china-disturbed

মাত্র কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন চীনের সঙ্গে বিবাদের ৭৫ শতাংশ মিটিয়ে ফেলা গিয়েছে। আর মঙ্গলবার সেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন চীন-ভারত সম্পর্কে ‘গুরুতর বিঘ্ন ঘটেছে’। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রাক্তন দুঁদে আমলা কাম রাজনীতিক জয়শঙ্করের এমন ভোল বদলে নানা প্রশ্ন উঁকি দিয়েছে। মঙ্গলবার জয়শঙ্কর তাঁর মন্তব্যের ব্যাখ্যাও করেছেন। তিনি বলেন, চীন-ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর (line of actual control) টহলদারিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের এই অবনতি ঘটেছে।

এদিন নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি এবং এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের আয়োজনে ‘ইন্ডিয়া, এশিয়া অ্যন্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনায় অংশ নেন। সেখানেই চীন নিয়ে জয়শঙ্কর বলেন, ‘এখন দুই দেশের মধ্যে মূল সমস্যার জায়গা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারি। ২০২০ সালে দুই দেশ টহলদারি নিয়ে যে সমঝোতা করেছিল, তাতে বিঘ্ন ঘটেছে।’ উল্লেখ্য, ২০২০ সালে লাদাখের কাছে গলওয়ান সীমান্তে ভারতীয় ভূখণ্ডে ছুকে পড়ে চীনের লালফৌজ। তাদের তাড়িয়েও দেওয়া হয়। এরপর সীমান্তে উত্তেজনা প্রশমনে দুই দেশই সেনা এবং প্রশাসনিক স্তরে বেশ কয়েকটি বৈঠক করে। সেই প্রসঙ্গই আলোচনায় উত্থাপন করেন জয়শঙ্কর।

এরপরেই ইতিহাস তুলে ধরে বিদেশমন্ত্রী বলেন, চীনের সঙ্গে ভারতের অতীত মোটেই গৌরবজনক নয়। ১৯৬২ সালে দুই দেশ জড়িয়ে পড়ে। এরপর ১৪ বছর লেগেছিল দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত ফিরিয়ে আনতে। আরও ১২ বছর লেগেছিল দুই দেশের মধ্যে বাণিজ্য সহ অন্যান্য কাজকর্ম শুরু করতে। এর উপরেই দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সম্পর্ক। এতেই সীমান্ত এলাকায় শান্তি বজায় ছিল। তবে সবকিছু তছনছ হয়ে যায় ২০২০ সালে। চার বছর আগে বিশাল সৈন্য নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ঢুকে পড়ে চীন। আর তাতেই আগের সব সমঝোতা ভেস্তে যায়। তাঁর কথায়, ‘যখন সীমানার খুব কাছে সেনা মোতায়েন করা হয়, তখন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। যে কোনও সময় বড়সড় কোনও অঘটন ঘটে যেতে পারে। তা হয়েও ছিল। সেই সংঘর্ষে দুই দেশেরই অনেক সেনা মারা পড়েন।’

এদিন তিনি আগের ‘৭৫ শতাংশ’ মন্তব্যের ব্যাখ্যাও করেন। তিনি বলেছিলেন, চীন এবং ভারতের মধ্যে সীমান্ত সমস্যার ৭৫ শতাংশ মিটে গিয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার তিনি বলেন, ‘আমাকে দুই দেশের মধ্যে সীমান্ত থেকে সেনা সরানো নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এবং একটি সংখ্যা জানতে চাওয়া হয়েছিল।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ