Nepal Tour: কম খরচে ট্রেনে করেই ঘুরে আসা যায় নেপাল| লাগে না পাসপোর্ট-ভিসা| রইল পুরো ট্যুর প্ল্যান


Bengali News Click

পুজো শেষ। রয়েছে আরও ছোট-বড় নানা উৎসব। শীতের আমেজ পড়ে গিয়েছে। মন এখন উড়ু উড়ু। কোথায় যাই, কোথায় যাই ভাব। বলি, দীঘা-পুরি-দার্জিলিং তো অনেক হল। তবে চলুন না দেশের বাইরে। না, ঠিক দেশের বাইরে নয়। কারণ এই দেশে যেতে হলে লাগে না কোনও পাসপোর্ট-ভিসা। ভৌগোলিকভাবে ভারতের (India) প্রতিবেশী এই দেশটির নাম নেপাল (Nepal)। সাংস্কৃতিকভাবে ভারতের কাছের এই দেশটিতে আগে যেতে হলে অনেক কাঠখড় পোড়াতে হত। এখন সেখানে যাওয়া খুবই সহজ। কারণ, এখন সহজেই ট্রেনে (train) করে পৌঁছানো যায় জনক রাজার দেশে।

কীভাবে যাবেন (How to reach Nepal)?

কলকাতা, হাওড়া বা শিয়ালদহ থেকে সরাসরি কোনও ট্রেন নেই। নেপাল পৌঁছতে হলে আগে যেতে হবে জয়নগর স্টেশন। বিহারের মধুবনী জেলার মধ্যে পড়ে এই স্টেশন পড়ে। ২০২২ সালের ২ এপ্রিল থেকে জয়নগর থেকে নেপাল যাওয়ার ট্রেন পরিষেবা চালু হয়েছে। ট্রেনে করেই পৌঁছে যাওয়া যায় নেপালের কুর্ত। মাঝেই পড়ে শ্রীরামচন্দ্র-সীতার স্মৃতি বিজড়িত জনকপুর। 

ট্রেনের সময় (Train Timing)

  • জয়নগর থেকে ট্রেনটি ৮টা ১৫য় ছাড়ে। নেপালের কুর্তায় পৌঁছয় ১০টা নাগাদ। তবে জয়নগর স্টেশনে টিকিট কাটার জন কাউন্টার সকাল সাতটাতেই খুলে দেওয়া হয়। 
  • এছাড়াও নেপাল সরকারের পক্ষ থেকে চলতি বছরের পয়লা বৈশাখ থেকে একটি ট্রেন চালু করা হয়েছে। দিনে দু’বার যাতায়াত করে এই ট্রেন। সকাল ৬টায় নেপালের জনকপুর থেকে ট্রেনটি জয়নগরে পৌঁছয় সকাল ১০টা নাগাদ। পরে ট্রেনটি ১১টা নাগাদ ট্রেনটি জয়নগর থেকে যাত্রা শুরু করে দুপুর ৩টে নাগাদ জনকপুরে ফিরে যায়। 
  • যাত্রাপথের মোট দৈর্ঘ্য ৩৫ কিলোমিটার। ভিড় নেই। তাই কাউন্টার থেকে স্বচ্ছন্দে টিকিট কাটা যায়। 

ভাড়া কত? (Ticket Price)

  • সাধারণ কামরা: ৫৬ টাকা ২৫ পয়সা (ভারতীয় মুদ্রা)
  • এসি কামরা: ২৮১ টাকা (ভারতীয় মুদ্রা)
  • সাধারণ কামরা: ৯০ টাকা (নেপালি মুদ্রা)
  • এসি কামরা: ৪৫০ টাকা (নেপালি মুদ্রা)

কী কী ডকুমেন্ট নিতে হবে? (Documents Required for Verification Purpose During the Journey) 

  • আগেই বলা হয়েছে নেপাল যেতে গেলে কোনও পাসপোর্ট বা ভিসা লাগবে না। তবে দুই দেশের মধ্যে যাতাযাতের জন্য বেশ কিছু নথি কাছে রাখতে হবে। সেগুলি যাচাইয়ের পরে নেপাল যাওয়ার ছাড়পত্র মিলবে। 
  • ভারত সরকার বা রাজ্য সরকারের ইস্যু করা সচিত্র কোনও পরিচয় পত্র।
  • ৫ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সীদের অবশ্যই বয়সের প্রমাণ থাকা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সেক্ষেত্রে প্যান কার্ড, ration কার্ড, ড্রাইভিং লাইসেন্স পরিচয়পত্র হিসেবে গণ্য হবে। 
  • পারিবারিক পর্যটনের ক্ষেত্রে বয়স্ক বা শিশু ছাড়া অন্যদের মধ্যে যে কারও একজনের সচিত্র পরিচয় পত্র রাখতে হবে। বাকিদের সচিত্র পরিচয়পত্র না হলেও চলবে।
  • মনে রাখবেন নেপালের সর্বত্র অবাধে ঘুরে বেড়ানো যায় না। বেশ কয়েকটি স্থানে ভ্রমণের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তাই ভ্রমণের আগে অনুমতি নিয়ে নেবেন। 

জনকপুর ধামে গিয়ে কী দেখবেন? (The famous places to visit in Janakpur)

পৌরাণিক মতে, জনকপুরেই দেবী সীতাকে পান জনক রাজা। এখানেই রাম-সীতার বিবাহ হয়। সেই বিবাহ পঞ্চমী উপলক্ষে সারা বিশ্ব থেকে প্রতি বছর পর্যটক তথা পূণ্যার্থীরা এখানে আসেন। এছাড়াও এখানকার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে রয়েছে— 

  • জানকী মন্দির 
  • বিবাহ মণ্ডপ (মনে করা হয় এখানেই রাম-সীতার বিবাহ সম্পন্ন হয়ছিল) লক্ষ্মণ মন্দির
  • শ্রীরাম মন্দির
  • গঙ্গাসাগর লেক
  • ধানুসা সাগর
  • দুগ্ধমতী নদী

বাড়িয়ে নিন এই ভারত-নেপাল রেল পরিষেবা নিয়ে আপনার Funda.

  • আসলে ২০১৪ সালে India-Nepal Railway Line প্রকল্প শুরু হয়। বেশ কয়েকবার ট্রায়ালের পর অবশেষে ২০২২ সালের ২ এপ্রিল থেকে এই লাইন সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়।
  • মোট ৬৮.৭ কিমি যাত্রাপথের ৩৪.৯ কিমি পড়ে ভারতে। বাকিটা নেপাল রেলওটে কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধানে রয়েছে। 
  • এই রেল প্রকল্প শেষ করতে নেপালকে সহায়তা করেছে ভারত। নেপালকে ৮ কোটি ৭৭ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে দিল্লি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ