হেলমেট পরা৷ যে শুধু পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা নয়, তা জানিয়ে দিল আাদলত। হেলমেটে পরেননি বলে দুর্ঘটনায় মৃত মোটরসাইকেল চালকের পরিবারকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হল না। আদালত জানিয়েছে, মোটরসাইকেল চালক হেলমেটে পরেননি। হেলমট পরলে দুর্ঘটনার পরিণাম অন্য হতে পারত। চালক বাঁচতেও পারতেন।
২০১৪ সালে মহারাষ্ট্রের পোহাইতে ৩৮ বছর বয়সি এক মোটরসাইকেল চালককে পিশে দেয় একটি ট্রাক। ক্ষতিপূরণ নিয়ে মামলা গড়ায় মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে। আদালত, সুদ সমেত এককোটি টাকা মোটরসাইকেল চালকের বিধবা স্ত্রী এবং তাঁর নিকটাত্মীয়দের দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে এই মৃত্যুর ক্ষতিপূরণ ছিল ১ কোটি ৪০ কোটি টাকা। কেন ক্ষতিপূরণের পুরো অর্থ পেল না পরিবার?
আদালত জানিয়েছে, ট্রাক চালকের দোষ অস্বীকার করা যায় না। তবে নিয়ম মানেননি মোটরসাইকেল চালকও। ঘটনাস্থলের কোথাও কোনও হেলমেটের চিহ্ন ছিল না। আদালতের কথায়, 'নিরপেক্ষ সাক্ষীও জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আশেপাশে কোথাও তিনি হেলমেটে দেখেননি। নানা ঘটনা থেকেই স্পষ্ট, চালক হেলমেট না পরার ঝুঁকি নিয়েছিলেন। তাই ক্ষতিপূরণের অঙ্ক ৩০ শতাংশ কমানো হল।'
আদালত ক্ষতিপূরণের অঙ্ক হিসেব করেছিল ৯৫ লক্ষ ২০ হাজার টাকা। ৯ বছরের সুদ মিলিয়ে তা গিয়ে দাঁড়ায় ১ কোটি ৪০ টাকা।
0 মন্তব্যসমূহ