বিদেশ যেতে বাধা দেওয়া হল তৃণমূলের (tmc mp) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে (airport) পৌঁছন রুজিরা (rujira banerjee)। তাঁর সঙ্গে ছিল দুই পুত্র। তখনই তাঁদের আটকে দেওয়া হয়। অভিবাসন দপ্তরের আধিকারিকরা জানান, বিদেশ যেতে পারবেন না তিনি। বেশ কিছুক্ষণ বিমানবন্দরে বসে থাকার পর তিনি বাড়ি ফিরে আসেন। তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার পর ফের আদালত অবমাননার মামলা করতে পারেন অভিষেক।
এখন নবজোয়ার কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন অভিষেক। তাই দুই সন্তানকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন রুজিরা। অভিবাসন দপ্তরের আধিকারিকরা জানান, তাঁর বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা রয়েছে। যদিও সুপ্রিম কোর্ট তাঁর বিদেশযাত্রায় কোনও বাধা নেই বলে জানিয়ে দিয়েছে। অভিবাসন দপ্তরের যুক্তি, ইডির লুক আউট নোটিশ জারি রয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, 'এ বিষয়ে বিস্তারিত জানার পর পদক্ষেপ নেওয়া হবে। তবে এটা স্পষ্ট, রাজনৈতিকভাবে না পেরে, এভাবে হেনস্তা করা হচ্ছে। সেই দল রাজনৈতিক দেউলিয়া।
0 মন্তব্যসমূহ