পশ্চিমবঙ্গে ঘুষ নিয়ে চাকরি দেওয়া নিয়ে এবার সরব (attack) হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (pm modi)। স্পষ্ট করেই জানালেন, তাঁর আমলে যখন যুবকদের চাকরি সুরক্ষিত, তখন কোথাও কোথাও চাকরি বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার রোজগার মেলায় ভার্চুয়াল বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। ৭০ হাজার চাকরি বণ্টন করেন তিনি। এরপরই তিনি পশ্চিমবঙ্গের নাম না করে বলেন, 'খবরে দেখলাম একটি রাজ্যে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে বিরাট বড় দুর্নীতি। এটা দেশের যুব সমাজের মধ্যে বড় আশঙ্কার।' এদিন মোদির নিশানায় ছিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালুপ্রসাদ যাদবও। রেলমন্ত্রী থাকাকালীন চাকরির বিনিময়ে জমি ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগ উঠেছে লালুপ্রসাদের বিরুদ্ধে। সেই নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোদি বলেন, 'কয়েক দিন আগে একটি দুর্নীতি সামনে এসেছে। চাকরি দেওয়ার নাম করে একজন প্রাক্তন রেলমন্ত্রী গরিব পরিবারের থেকে চাকরি নিয়েছেন। এই নিয়েও তদন্ত করছে সিবিআই।'
তবে এদিন মমতার বিরুদ্ধেই সবচেয়ে সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, 'চাকরি বিক্রির জন্য একটি রেটকার্ড তৈরি হয়েছে এই রাজ্যে। প্রত্যেক চাকরির জন্য ঘুষের পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে। সাফাইকর্মীর চাকরির জন্য একরকম ঘুষ দিতে হবে। গাড়ি চালকের জন্য ঘুষের পরিমাণ আলাদা। ঘুষ, কাটমানির সরকার চলছে। স্বার্থপর রাজনৈতিক দলগুলি রেটকার্ডের সরকার চালাচ্ছে।' পুরসভায় কর্মী নিয়োগ, শিক্ষক নিয়োগ, গ্রুপ সি, গ্রুপ ডি- সর্বত্র ঘুষের বিনিময়ে পশ্চিমবঙ্গে চাকরি দেওয়া হয় বলে সরব হন প্রধানমন্ত্রী।
0 মন্তব্যসমূহ