সব জল্পনার অবসান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের ফল যাই হোক, টেস্ট চ্যাম্পিয়নশিপের (test championship) ফাইনাল (final) খেলতে আর বাধা থাকল না টিম ইন্ডিয়ার (india)। বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারণ, চলতি সিরিজে জয়ের ব্যবধান ২ হওয়া প্রয়োজন ছিল। রোহিত বাহিনীর তৃতীয় টেস্টে হারের অর্থ চতুর্থ টেস্টে জিততেই হত। এই টেস্টের যা গতি প্রকৃতি তাতে ফায়সালা হওয়ার সম্ভাবনা কম।
দ্বিতীয় অঙ্কও ছিল। সেটা হল, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার দুই সিরিজের টেস্টে শ্রীলঙ্কার পরাজয়। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে হারের পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যায় রোহিত শর্মারা। চলতি বছরে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। এই নিয়ে পরপর দু'বার ফাইনাল খেলতে চলেছে ভারত। আগের বার নিউজিল্যান্ডের কাছে হেরে ফাইনালের মুকুট অধরা থেকে যায় বিরাট বাহিনীর। রোহিত শর্মা কি পারবেন অধরা মাধুরি তুলে আনতে? আম ভারতবাসীর প্রত্যাশা কিন্তু তাই।
0 মন্তব্যসমূহ