মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে হিসেবে যাতে আইনজীবী লক্ষ্মণা চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে (victoria gowri) উন্নীত করা না হয়, তার আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন গৌরীকে বিচারপতি পদে উন্নীত করা হবে কি না, তাই নিয়ে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। এরমধ্যেই শুরু হয়ে যায় গৌরীর বিচারপতি (appointed as judge) হিসেবে শপথগ্রহণ। তাঁর এই শপথগ্রহণ চলাকালীনই সুপ্রিম কোর্টের রায় সামনে আসে। সেখানে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় গৌরীকে।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি ভূষণ
রামকৃষ্ণ গাভাইকে বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি চলে। গৌরীর (victoria gowri) বিরুদ্ধে
অভিযোগ খারিজ করে বিচারপতি খান্না বলেন, যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা দু’টি আলাদা বিষয়।
তাঁর কথায়, ‘কেউ বিচারপতি পদে যোগ্য কি না, তাকে চ্যালেঞ্জ করা যায়। কিন্তু গ্রহণযোগ্যতা
চ্যালেঞ্জ করা যায় না। তাই কেউ বিচারপতি হিসেবে গ্রহণযোগ্য কি না, তা আদালত বিচার করতে
পারে না। আদালত যদি এটা বিচার করতে বসে, তবে পুরো বিষয়টি খড়কুটোর মত ভেসে যাবে।’
আইনজীবী গৌরীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি নিয়োগরে জন্য সুপারিশ
করে প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম।
সেই সুপারিশ মেনে গৌরীকে (victoria gowri) বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
করে দেয় কেন্দ্রীয় সরকার। এরপইি গৌরীর বিচারপতি পদে উন্নীত হওয়া নিয়ে আপত্তি জানিয়ে
কলেজিয়াম এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেন মাদ্রাজ হাইকোর্টের ২১ জন বার সদস্য।
তাঁদের আপত্তির কারণ মূলত দু’টি—
১. গৌরী অতীতে খ্রিস্টান এবং মুসলিমদের নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য
রেখেছেন।
২. তাঁর বিজেপির সঙ্গে সংস্রব রয়েছে।
এই চিঠির পাল্টা হিসেবে কলেজিয়ামকে চিঠি লেখেন মাাদ্রাজ হাইকোর্টের
মাদুরাই বেঞ্চের ৫৪ জন আইনজীবী। তাঁরা গৌরীকে সমর্থন করেন। তাঁদের মতে, ‘রাজনৈতিকভাবে
পক্ষপাতদুষ্ট হয়ে এবং খারাপ উদ্দেশে এই বিরোধিতা করা হচ্ছে।
দুই চিঠি পাওয়ার পরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাময়িকভাবে গৌরীর
বিচারপতি পদে উন্নীত হওয়ার প্রক্রিয়া রদ করতে বলেন। এই নিয়ে জরুরি শুনানিরও নির্দেশ
দেন তিনি।
এ প্রসঙ্গে বিচারপতি গাভাই বলেন, তাঁরও রাজনৈতিক সংস্রব রয়েছে।
তবে সেই রাজনৈতিক অতীতের প্রভাব তাঁর কাজে পড়েনি। তাঁর কথায়, ‘আমরা কলেজিয়ামকে নির্দেশ
দিতে পারি না।’
0 মন্তব্যসমূহ