প্রতিদ্বন্দ্বিতা থাক। তবে ভালবাসা যেন হারিয়ে না যায়। ফুটবলে (football) চালু হোক সুখের মূহুর্ত। চেয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। তাই সাদা কার্ডকে (white card) ছাড়পত্র দিয়েছিল। এবার সেই সাদা কার্ড দেখিয়ে ইতিহাসে (creats history) নাম তুললেন মহিলা (women) রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস। তিনিই প্রথম পেশাদার ফুটবলে সাদা কার্ড দেখালেন।
রবিবার পর্তুগালে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট টেকা ডি পর্তুগালের নক আউট পর্বের খেলা চলছিল। দি এস্ট্যাডিও দ্য লুজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দল বেনফিকা এবং স্পোর্টিং লিসবন। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বেনফিকা। খেলা গড়িয়েছে ৪৪ মিনিটে। এমন সময় খেলোয়াড়রা লক্ষ্য করলেন ফিল্ড রেফারি ক্যাটারিনা সাদা কার্ড দেখাচ্ছেন। প্রথমে হকচকিয়ে যান খেলোয়াড়রা। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না দুই দলের খেলোয়াড়রাই।
পরে জানা গেল সাদা কার্ডের আসল রহস্য। আসলে প্রথমার্ধের খেলা যখন একেবারে শেষপর্যায়ে, তখন চেতনা হারিয়ে এক দর্শক স্টেডিয়ামে লুটিয়ে পড়েন। তখন তাঁকে সহায়তা দিতে এগিয়ে যান দুই টিমেরই মেডিক্যাল স্টাফরা। এরপর ওই ফ্যান সুস্থ হলে নিজ নিজ সাইডে ফিরে যান মেডিক্যাল টিমের সদস্যরা। আর তখনই সাদা কার্ড দেখান ক্যাটারিনা। গ্যালারি ভর্তি দর্শক তখন উঠে দাঁড়িয়ে সেই সিদ্ধান্তকে স্বাগত জানান। শেষপর্যন্ত ৫-০ গোলে জিতে সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করে বেনফিকা। তবে জয় পরাজয় নয়, জিতে গিয়েছে ফুটবল। সাদা কার্ড যেন শান্তির পারাবত হয়ে ফুটবল বিশ্বকে আরও একটু বর্ণময় করে দিল।
সেই ১৯৭০ সালের বিশ্বকাপে লাল এবং হলুদ কার্ডের প্রবর্তন হয়েছিল ফুটবলে। মূলত ফুটবল খেলাকে নিষ্কণ্টক করতেই শুরু শাস্তির লাল-হলুদ কার্ড। এবার ফেয়ার প্লের শংসাপত্র দিতে চালু হল সাদা কার্ড।
0 মন্তব্যসমূহ