বর্ষশেষে বিচ্ছেদ ঘটে গেল পৃথিবী আর ফুটবল নক্ষত্রের। ফুটবল সম্রাট পেলে (pele) আর নেই। ৮২ বছরেই (82 year age) থেমে গেল (dies) বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলারের জীবন। নশ্বর পৃথিবীতে তিনিই ছিলেন একমাত্র তিনটি ফুটবল বিশ্বকাপ জয়ী দলের সদস্য। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর দিয়ে পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাঁর মেয়ে কেলি নাসিমেন্টো ইনস্টাগ্রামে লিখেছেন, 'আজ আমাদের সবকিছু তোমার জন্য। তোমার প্রতি আামাদের ভালবাসা অফুরান। রেস্ট ইন পিস।'
১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনা গেরাস প্রদেশে জন্মগ্রহণ করেন পেলে। তাঁর আসল নাম অ্যারেনটেসডো নাসিওমেন্টো এডসন। তাঁকে 'শ্রেষ্ঠতম' ফুটবলারের তকমা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা।
বহুদিন ধরেই কোলন ক্যানসারে ভুগছিলেন। ২০২১ সালে কোলন থেকে টিউমার বার করা হয়। এরপর তাঁর কোমোথেরাপি চলছিল। ২৯ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে আর কেমোথেরাপির ধকল নিতে পারছিলেন না। তিনি তিনবার বিয়ে করেছেন। তাঁর সাত সন্তান রয়েছে।
0 মন্তব্যসমূহ