একের বিরুদ্ধে একজন প্রার্থী দিলে বিজেপির বিরুদ্ধে জয় সহজ হয়। বারবার সেটা প্রমাণ হয়েছে। কিন্তু বিরোধীদের মধ্যে মিলটাই তো নেই। সামান্য হলেও বিরোধী ঐক্য নিয়ে আশার আলো দেখা গেল। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (nitish kumar) জানিয়েছেন, রাহুলকে (rahul gandhi) প্রধানমন্ত্রী (pm candidate) পদপ্রার্থী করতে তাঁর অসুবিধা নেই (no problem)। নীতীশ সাফ জানিয়েছেন, ২০২৪ লোকসভা (next general election) ভোটে প্রধানমন্ত্রী পদের দৌড়ে তিনি নেই। বরং বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার নীচে আনার চেষ্টা চালাবেন।
শনিবার পাটনায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীতীশ। একমাসের বেশি সময় ধরে ভারত জোড়ো যাত্রা সেরেছেন রাহুল। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া মিলেছে। এবার বিরোধী দলগুলির উচিত রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরে ২০২৪ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীতীশ বলেন, 'এটা মেনে নিতে আমাদের কোনও আপত্তি নেই। যখন সব বিরোধী দল আলোচনায় বসবে, তখন এই নিয়ে আলোচনা হবে।' বিহারে কংগ্রেসের সঙ্গেই জোট সরকার চালাচ্ছে নীতীশের সংযুক্ত জনতা দল (জেডিইউ)। জোটের অন্য শরিক দল হল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। তাৎপর্যযুক্ত ব্যাপার হল, রাহুলকে মেনে নেওয়া নিয়ে এতটা উদার হতে পারেননি আরজেডি নেতা তেজস্বী। নীতীশের সঙ্গেই শনিবার পাটনার অনুষ্ঠানে হাজির ছিলেন তেজস্বীও। রাহুল প্রশ্ন এড়িয়ে তেজস্বী বলেন, 'প্রত্যেকের নিজ নিজ ইচ্ছা আছে। নীতীশজি তাঁর মতামত তুলে ধরেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, অধিকাংশ বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা চালাবেন।' রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী করা নিয়ে তেজস্বী বলেন, 'সময়ই শেষ কথা বলবে।'
0 মন্তব্যসমূহ