Ghar Wapsi: উত্তরপ্রদেশে ঘর ওয়াপসি| আবার হিন্দু হলেন শ'খানেক মানুষজন

Bengali News Click

মাত্র কয়েক বছর আগে গির্জায় প্রার্থনা শুরু করেছিলেন সন্দীপ বাল্মীকি। ব্যক্তিগত কারণে হিন্দু ধর্ম ছেড়ে যিশুর শরণাপন্ন হয়েছিলেন তিনি। সেই যিশুর জন্মদিনেই গত ২৫ ডিসেম্বর রবিবার তিনি ফিরেছেন হিন্দুধর্মে। শুধু সন্দীপই নন, উত্তরপ্রদেশের (uttarpradesh) বুলন্দশহরে ঘর ওয়াপসির (ghar wapsi) মাধ্যমে হিন্দু (hindu) ধর্মে ধর্মান্তরিত (converted) হয়েছেন প্রায় ১০০ জন। খুর্জার কালিন্দী কুঞ্জ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক মীনাক্ষী সিং। এ প্রসঙ্গে মীনাক্ষী বলেন, 'রবিবারের অনুষ্ঠানে ২০টি পরিবারের প্রায় ১০০ জন সনাতন ধর্মে ফিরেছেন। আমরা তাঁদের খোলামনে স্বাগত জানিয়েছি।'

বিশ্ব হিন্দু পরিষদের খুর্জা শাখার প্রেসিডেন্ট হেমন্ত সিং বলেন, 'ভুল বোঝাবুঝির জেরে যাঁরা কয়েক বছর আগে সনাতন ধর্ম ত্যাগ করেছিলেন, তাঁদের আবার ফিরিয়ে আনতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।' আইন মেনেই এই কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। হেমন্ত বলেন, পরিবারগুলি ধর্ম পরিবর্তনের ইচ্ছের কথা জানিয়ে হলফনামা দিয়েছেন। এরপরই ঘর ওয়াপসির আয়োজন করা হয়েছে। বাল্মীকি কমিউনিটি অ্যাসোসিয়েশনের খুর্জার প্রেসিডেন্ট শচীন সোনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তমন্ত্রী (আঞ্চলিক সচিব) বিকাশ পাওয়ার। শচীন সোনি বলেন, 'সনাতন ধর্মে ফেরা মানুষজনকে আমরা স্বাগত জানিয়েছি।' 

যে সন্দীপ বাল্মিকীর কথা দিয়ে এ প্রতিবেদন শুরু হয়েছিল, সেই সন্দীপ বলেন, 'কয়েক বছর আগে ব্যক্তিগত কারণে স্থানীয় গির্জায় আমি প্রার্থনা শুরু করেছিলাম। আমি আবার হিন্দু ধর্ম গ্রহণ করলাম।' খুর্জার এসডিএম লভি ত্রিপাঠী বলেন, 'এরকম অনুষ্ঠানের কথা আমার জানা নেই। এই নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।'


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ