দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ গরিব (poor people) মানুষকে আরও একবছর (one year) বিনামূল্যে রেশন (free ration) দিতে চলেছে কেন্দ্রীয় সরকার (central government)। শুক্রবার এই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে (NFSA) খাদ্যশস্য দেওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। ২০২০ সালে করোনা শুরুর পর থেকেই জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এইভাবে বিনামূল্যে রেশন দিয়ে আসছে কেন্দ্র। এবার সেই মেয়াদ শেষ হয়ে আসছিল। তার আগেই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। বর্তমানে প্রতিমাসে ২ থেকে ৩ টাকা কিলো দরে মাসে মাথাপিছু ৫ কিলোগ্রাম করে খাদ্যশস্য দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। তবে অন্তোদয় অন্ন যোজনার (AAY) অন্তর্ভূক্ত পরিবারগুলি মাসে ৩৫ কিলো খাদ্যশস্য পেয়ে থাকেন।
জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কিলোগ্রাম প্রতি ৩ টাকা দরে চাল এবং ২
টাকা দরে গম পাওয়া যায়। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে খাদ্যমন্ত্রী
পীযূষ গোয়েল জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই খরচের পুরোটা বহন করবে। সূত্রের খবর এই
বাবদ সরকারের বছরে খরচ পড়বে ২ লক্ষ কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা
কর্মসূচির (PMGKAY) মেয়াদ আর বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী
গরিব কল্যাণ যোজনা কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর।
কেন্দ্রের এই ঘোষণাকে ইংরেজি নববর্ষের জন্য দেশবাসীকে উপহার হিসেবেই
দেখা হচ্ছে।
0 মন্তব্যসমূহ