স্টপ গ্যাপ ক্যাপ্টেনের (captain) তকমা যদি কারও গায়ে লাগে, তো তিনি শিখর ধাওয়ান (shikhar dhawan)। যখনই কোনও ক্যাপ্টেনকে পাওয়া যায় না, তখনই ডেকে নেওয়া হয় শিখরকে। আবার ক্যাপ্টেন ফিরলে শিখরের স্থান হয় (removing) স্কোয়াড সদস্য হিসেবে। এমনটাই চলে আসছে। শুক্রবার অকল্যান্ডে নিউ জিল্যান্ডের সঙ্গে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। রোহিত শর্মার অনুপস্থিতিতে এই সিরিজের নেতৃত্ব দেবেন দিল্লির বাঁহাতি। এই নিয়ে চলতি বছরে (২০২২) তিনবার ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে চলেছেন গব্বর। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরেজে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত বছর শ্রীলঙ্কা অ্যাওয়ে সিরিজেও বি টিমের নেতৃত্বে ছিলেন তিনি। মূল দল তখন ইংল্যান্ড সিরিজে ব্যস্ত ছিল।
নিউ জিল্যান্ড সিরিজের পরেই জিম্বাবুয়ে সিরিজ (zimbabwe series)। সেই সিরিজেরও নেতা হিসেবে গব্বরের নাম ঘোষণা করা হয়। তবে দ্রুত সুস্থ হয়ে দলে যোগ দিয়েছেন কে এল রাহুল। এরপরেই তাঁকে ক্যাপ্টেন করা হয়। নিউ জিল্যান্ড সিরিজ শুরুর আগে তাঁকে প্রশ্ন করা হয়, জিম্বাবুয়ে সিরিজের নেতৃত্ব থেকে তাঁকে সরানো কেমন ভাবে নিচ্ছেন? শিখর বলেন, 'একটা ভাল প্রশ্ন করেছেন। কেরিয়ারের এই পর্বে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি। কম বয়সিদের নিয়ে আমরা সিরিজ জিতেছি। কে এল রাহুল রোহিতের ভাইস ক্যাপ্টেন। স্বাভাবিক রোহিতের অনুপস্থিতিতে তিনিই দলকে নেতৃত্ব দেবেন।'
তিনি আরও বলেন, 'আমি কিছু মনে করছি না। যা কিছু হচ্ছে ভালর জন্যই। খারাপ লাগছে না।'
0 মন্তব্যসমূহ