এতদিন ড্রাইভিং লাইসেন্স (driving license) পাওয়া ছিল মহা ঝক্কির কাজ। বারবার আরটিও অফিসে যাওয়া তো রয়েইছে। এরপর আঁকাবাঁকা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজপত্র মেলানো। কোনও কারণে কাগজ না মিললেই ডেট ফেল। এরপর নডুন করে প্রক্রিয়া শুরু। এরপর ড্রাইভিং টেস্ট (driving test)।
হে ম্যান! আমরা এখন ডিজিটাল যুগে পৌঁছে গিয়েছি। আধার, প্যান কার্ড সংশোধন এখন হচ্ছে ঘরে বসেই। শুধু কীভাবে করতে হবে জানলেই হল। তাবলে ড্রাইভিং লাইসেন্সও কি টেস্ট ছাড়াই বানানো সম্ভব?
হ্যাঁ সম্ভব। কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে (MoRTH) মন্ত্রকের পক্ষ থেকে এমনই নির্ঝঞ্ঝাট ব্যবস্থা করা হয়েছে। এখন আর আরটিও-র ঝক্কি পোহাতে হবে না।
জানুন টেস্ট ছাড়াই লাইসেন্স পাওয়ার পদ্ধতি (Know MoRTH rule for driving license)
- প্রথমে আপনার বাড়ির কাছে সরকার স্বীকৃত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ করতে হবে।
- প্রশিক্ষণে থাকবে ৮ ঘণ্টার ক্লাস। সেখানে প্রশিক্ষণ সম্পূর্ণ করে সার্টিফিকেট পেয়ে যাবেন।
- সেই সার্টিফিকেটেই থাকবে- গাড়ি চালাতে আপনি স্বচ্ছন্দ কি না, ট্রাফিক আইন নিয়ে আপনার জ্ঞান, ফার্স্ট এইড ট্রেনিং, প্রশিক্ষণের সময় মোট কত কিলোমিটার গাড়ি চালিয়েছেন।
- এই সার্টিফিকেট লোকাল আরটিও অফিসে জমা দিতে হবে।
- আর কোনও পরীক্ষা ছাড়াই আরটিও অফিস থেকে আপনাকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে।
এই নিয়ম নিয়ে বেঙ্গলি নিউজ ক্লিক ডট কমের মত
আগের থেকে এই নিয়ম অনেক বেশি মসৃণ। আরটিও অফিসে দীর্ঘ লাইন, সময়ের অপচয় হবে না। প্রশিক্ষণ কেন্দ্রে নিজের সুবিধা মতো সময় বেছে নিতে পারবেন প্রশিক্ষণের জন্য। আপনার শিক্ষাও সম্পূর্ণ হবে।
কী মত আপনাদের? জানান কমেন্ট বক্সে।
ভালো লাগলে শেয়ার করুন।
0 মন্তব্যসমূহ