নরেন্দ্র মোদি (pm modi) ক্ষমতায় আসার পর থেকেই শক্তিশালী দেশ গঠনের কথা বলেছেন বারবার। বস্তুত বিজেপির দর্শনই হল, কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করা। তার সঙ্গে সাযুজ্য রেখেই ওয়ান নেশন (one nation) বা এক দেশের কথা বলছেন তিনি। তাদের মতে, আঞ্চলিক দলগুলি দেশের ক্ষতি করছে। বহুধাবিভক্ত ভারতের অস্তিত্ব তারা স্বীকার করে না। সবকিছুকে একমাত্রিকভাবে দেখা এই দর্শনের মূল। আর সেই দিক থেকে মোদি 'ওয়ান নেশন' তত্ত্ব প্রয়োগের কথা বলছেন। এর শেষতম সংযোজন, সারা দেশের সব রাজ্যের পুলিশ বাহিনীর জন্য এক পোশাক চালু করা। 'ওয়ান নেশন, ওয়ান ইউনিফর্ম'।
মোদি যুক্তি দিয়েছেন, এরফলে পুলিশ নিয়ে মানুষের বিভ্রান্তি দূর হবে। একসঙ্গে অনেক পোশাক বানালে গুণগত মান বাড়বে। যুক্তি হিসেবে এসব খারাপ নয়। কিন্তু একটু খতিয়ে দেখলে বোঝা যাবে ওয়ান নেশনের কথা বলে এতদিনের বিকেন্দ্রীকরণের দর্শনের বিপরীতে হাঁটার কথা বলছেন।
মোদির মুখে ওয়ান নেশনের তলিকাটা একবার দেখা যাক-
ওয়ান নেশন, ওয়ান ইলেকশন
ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড
ওয়ান নেশন, ওয়ান মোবিলিটি কার্ড
.... তালিকাটা দীর্ঘ
0 মন্তব্যসমূহ