সুদূর নামিবিয়া থেকে ভারতে (india) এসেছে আটটি চিতা (cheetah)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে ছাড়া হয় চিতাগুলিকে। জানা যাচ্ছে, চিতাগুলির মধ্যে একটি গর্ভবতী (pregnant)। গর্ভবতী হওয়ার সব লক্ষ্মণ স্পষ্ট। এতে আশার আলো (hope) দেখছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। তবে এখনই নিশ্চিত করতে চাইছেন না বন দপ্তরের আধিকারিকরা। এ প্রসঙ্গে চিতা কনজার্ভেশন ফান্ডের পক্ষে ডঃ লোরে মার্কার বলেন, 'হ্যাঁ একটি চিতা গর্ভবতী হতে পারে। এখনই নিশ্চিত করে আমরা কিছু বলছি না। তবে ওই চিতাটি এই প্রথম গর্ভবতী হবে।'
তিনি আরও বলেন, ভবিষ্যতে কী হয় দেখি। আরও একটু অপেক্ষা করতে হবে। আমরা প্রস্তুত। যদি ওই চিতা সন্তানের জন্ম দেয়, তবে সেটা হবে নামিবিয়ার পক্ষ থেকে আরও একটি উপহার। তবে আশ্বস্তও করেছেন এই অভিজ্ঞ বন্যপ্রাণ বিশারদ। মার্কার বলেন, 'খুব শীঘ্রই আমরা নিশ্চিত হতে পারব। তবে ওই চিতার গর্ভবতী হওয়ার সম্ভাবনা প্রবল।'
নরেন্দ্র মোদি এই চিতাটির নাম দিয়েছিলেন আশা। মার্কার বলেন, 'আশা যদি গর্ভবতী হয়্ তবে এটি হবে তার প্রথম গর্ভধারণ। তাকে বণ্য অবস্থায় ধরা হয়েছে। এটা নামিবিয়াতেই হয়েছে। তাকে আলাদা রাখতে হবে। নিরালায় তাকে গোপনীয়তা দিতে হবে। কেউ যাতে তার কাছে না আসে, তা দেখতে হবে। বিচরণক্ষেত্রের মধ্যেই তাকে কুঁড়ে ঘরের ব্যবস্থা করা দরকার।'
তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন কুনো জাতীয় পার্কের আধিকারিক প্রকাশ কুমার বর্মা। তিনি বলেন, 'কোথা থেকে খবর রটল জানি না। গর্ভ সঞ্চারের কোনও পরীক্ষা করা হয়নি। নামিবিয়া সরকারও কিছু জানায়নি।'
আরও পড়ুন: একসময় ভারতে দাপিয়ে বেড়াত চিতা| প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রত্যাবর্তন
0 মন্তব্যসমূহ