গোল রিমের চশমা। মাথা ন্যাড়া। হাতে লাঠি। দেখতে ঠিক যেন (lookalike) মহাত্মা গান্ধী (mahatma gandhi)। তবে এই মহাত্মা মূর্তি দাঁড়িয়ে নেই কোনও পার্কে বা রাস্তার মোড়ে। তাঁর স্থান হয়েছে দুর্গা প্রতিমার মহিষাসুরের (asura) জায়গায়। আর তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে কলকাতায় (kolkata)। কলকাতায় এই পুজোর আয়োজন করেছে হিন্দু মহাসভা (hindu mahasabha)। সেই হিন্দু মহাসভা, যারা দেশভাগের জন্য গান্ধী নেতৃত্বকে দায়ী করে থাকে। আদর্শগত সমালোচনা, আর অসুর বানানো এক জিনিস নয়। তাই উদ্যোক্তাদের একযোগে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম। সমালোচনায় শামিল হয়েছে বিজেপিও।
তবে অসুর মূর্তিকে মহাত্মার বলতে নারাজ উদ্যোক্তারা। সর্বভারতীয় হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, ‘মাথায় টাক, গোল চশমা থাকলেই গান্ধী হতে হবে, এমনটা নয়। দেখুন না অসুরের হাতে ঢাল রয়েছে। গান্ধীর হাতে কি কখনও ঢাল দেখেছেন? আমাদের দুর্গা যে অসুরকে বধ করছেন, তাঁকে গান্ধীর মতো দেখতে হওয়াটা নেহাতই কাকতালীয়। অনেকেই একথা বলছেন। তবে গান্ধীকে সমালোচনার প্রয়োজন রয়েছে।’
0 মন্তব্যসমূহ