Twitter Edit: ডিলিট নয়| এবার এডিট করা যাবে ট্যুইট বার্তা| কারা পাবেন এমন সুযোগ?

twitter-is-going-to-give-edit-feature-to-its-paid-subscrubers

সামান্য ভুলচুক হয়ে গিয়েছে? ট্যুইটার (twitter) পোস্ট বদলাতে চান? এবার পুরো পোস্ট মোছার দিন শেষ। চাইলে পছন্দমত সংশোধন (edit) করা যাবে ট্যুইট বার্তা। এই অভিনব ফিচার আনতে চলেছে ট্যুইটার। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে ট্যুইট (tweet) করে এমনটাই জানানো হয়েছে। ভাইরাল হওয়া সেই ট্যুইটে জানা যাচ্ছে, এখন পরীক্ষামূলকভাবে কিছু গ্রাহককে এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে পুরোদস্তুর এই ফিচার চালু হয়ে যাবে। 

কারা ট্যুইট এডিট করার সুযোগ পাবেন? (Who will get opportunity to edit Twitter?)

মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার জানিয়েছে যাঁরা 'ট্যুইটার ব্লু'র (Twitter Blue) সাবস্ক্রাইবার হবেন, কেবল তাঁরাই এই এডিট ফিচার ব্যবহার করতে পারবেন। ট্যুইটার ব্লু'র সাবস্ক্রাইবার হতে গেলে মাসে ৪.৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০ টাকা) খরচ করতে হবে। 

  • ট্যুইট প্রকাশের আধঘণ্টা পর্যন্ত এডিট করা যাবে। এই সময়ের মধ্যে একাধিকবার এডিট করা যাবে।
  • তবে সংশোধন করা গেলেও আগের ট্যুইটটি পুরোপুরি মুছে ফেলা যাবে না।
  • এডিট করা ট্যুইটটিতে একটি টাইমস্ট্যাম্প এবং একটি বিশেষ আইকন থাকবে। সেখানে ক্লিক করলে শেষবার এডিটের সময় দেখা যাবে। কতবার এডিট করা হয়েছে। এডিটের আগে ট্যুইটে কী লেখাছিল, সবই জানতে পারবেন ট্যুইট ব্যাবহারকারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ