Bengali Judge: সুপ্রিম কোর্টের বিচারপতি পদে আসছেন আরও এক বাঙালি

supreme-court-to-elivate-one-more-bengali-judge-dipankar-datta

সুপ্রিম কোর্টের (supreme court) বিচারপতি হিসেবে দীপঙ্কর দত্তের (dipankar dutta) নাম সুপারিশ করল শীর্ষ আদালতের কলেজিয়াম। সুপ্রিম কোর্টে তাই যুক্ত হতে চলেছেন আরও এক বাঙালি বিচারপতি (bengali judge)। ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে বৈঠকে বসে কলেজিয়াম। সেখানেই বিচারপতি দীপঙ্কর দত্তের নাম চূড়ান্ত (elivate) হয়েছে। দীপঙ্কর দত্ত এখন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন। 

কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি দীপঙ্কর দত্তকে ২০২০ সালের ২৮ এপ্রিল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশকে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিলেই দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হবেন। তাঁর বাবা ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সলিল কুমার দত্ত। ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি জন্ম দীপঙ্কর দত্তের। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেন। সেই বছর থেকেই তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সুপ্রিম কোর্ট ও একাধিক হাইকোর্টে তিনি মামলা লড়েছেন। সংবিধান ও দেওয়ানি মামলাগুলিতে দীপঙ্কর দত্তের সওয়াল সকলের নজর কাড়ে। ২০০৬ সালের ২২ জুন তাঁকে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ