Suicide Victim: মোদির আমলে দিনমজুরদের আত্মহত্যা বেড়েছে দেশে| আত্মহত্যায় পিছিয়ে নেই মমতার রাজ্যও

suicide-victim-in-india-during-narendra-modi-era-increased

কর্মক্ষেত্র নিয়ে অনিশ্চয়তা। মজুরির অনিশ্চয়তা দিন দিন আত্মহত্যার (suicide victim) দিকে ঠেলে দিচ্ছে দেশের একটা বড় অংশের মানুষকে। দেশের (india) অপরাধের রেকর্ড সংরক্ষণ করে থাকে যে সংস্থা, এ রিপোর্ট সেই এনসিআরবির (NCRB)। সংস্থার রিপোর্টে তুলে ধরা হয়েছে, কীভাবে ২০১৪ সালের পর দেশে দিন আনি দিন খাই মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে (increased)। ২০২১ সালে দেশে ১ লক্ষ ৬৪ হাজার ৩৩টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ৪২ হাজার ৪ জন দিন মজুর। শতাংশের হিসেবে ২৫.৬। এই প্রথম দিন মজুরদের আত্মহত্যা মোট আত্মহত্যার  এক-চতুর্থাংশ ছাড়াল।  NCRB-র রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে মহারাষ্ট্রে, ২২ হাজার ২০৭ জন। পরেই রয়েছে তামিলনাড়ু (১৮ হাজার ৯২৫ জন) এবং মধ্যপ্রদেশ ( ১৪ হাজার  ৮৫৬ জন)। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। সাড়ে ১৩ হাজার আত্মহত্যা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মমতার রাজ্য। 

রিপোর্টে প্রধানমন্ত্রী মোদি (narendra modi) সরকারের সরাসরি উল্লেখ নেই। তবে ২০১৪ সালের পর আত্মহত্যা বেড়েছে। আর ওই বছরই ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। করোনার প্রাদুর্ভাবের আগে মোট মৃত্যুর ২৩.৪ শতাংশ ছিল আত্মহত্যা। এই রিপোর্টে জানানো হয়েছে, দিন মজুরদের মধ্যে কৃষিক্ষেত্রে নিয়োজিত মজুরদের আত্মহত্যার প্রবণতা বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ