উপহারের' বহর বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে এক হাজার কোটি টাকায় (rs 1000 cr)। জনপ্রিয় প্যারাসিটামল ডোলো ৬৫০ (dolo 650) খাওয়ার জন্য যাতে তাঁরা পরামর্শ দেন, তার জন্য ডাক্তারদের (doctor) এই বিপুল অঙ্কের ঘুষ দেওয়ার অভিযোগই সামনে এসেছে। ডাক্তারদের উপহারের (dole) দায় যাতে ওষুধ উৎপাদক সংস্থাগুলি নেয়, তার নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি এনজিও। মামলার শুনানি চলাকালীন সংস্থার আইনজীবী সঞ্জয় পারিখ ওষুধ উৎপাদনকারী সংস্থা গুলির বিরুদ্ধে সিবিডিটির সাম্প্রতিক রিপোর্ট উল্লেখ করেন। বলেন, সিবিডিটি জানিয়েছে, ডাক্তারদের এক হাজার কোটি টাকার সামগ্রী উপহার দিয়েছে ডোলো ৬৫০ প্রস্ততকারী সংস্থা।
তিনি আরও বলেন, ৫০০ এমজি পর্যন্ত কোনও ওষুধের দাম সরকারি নিয়মে নির্ধারিত হয়। ৫০০ এমজির বেশি ওষুধের দাম নির্ধারণ করে প্রস্ততকারী সংস্থা। বিক্রি এবং লাভ বাড়াতে ডাক্তারদের ডোলো ৬৫০ প্রস্তুতকারী সংস্থা বহু উপহার দিয়েছে। এরপরেই আদালত জানায়, এটা গুরুতর বিষয়। কেন্দ্রীয় অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে দশ দিনের মধ্যে বিষয়টি নিয়ে মতামত জানাতে নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৯ সেপ্টেম্বর।
0 মন্তব্যসমূহ