শ্রাবণ মাস উপলক্ষে তারকেশ্বর মন্দিরে জলযাত্রীদের ভিড় লেগেই রয়েছে। রবিবার তারকেশ্বর গামী সব রাস্তায় ভিড় ছিল যথেষ্ট। এরমধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। দোকানে ঢুকে (roadside shop) পড়ল একটি যাত্রী বোঝাই বাস (bus)। রবিবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের (near tarakeswar) কাছে রামনারায়ণপুর এলাকায়। ঘটনায় জখম হয়েছেন ২০ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার তারকেশ্বর থেকে বাঁকুড়া যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। স্থানীয় সূত্রে খবর, ফাঁকা রাস্তা পেয়ে হঠাৎই বাসের গতি বাড়িয়ে দেন চালক। কিন্তু গতি নিয়ন্ত্রণে ব্রেক কাজ করেনি। অগত্যা গাড়ি থামাতে সম্ভবত রাস্তার পাশের দোকানে ধাক্কা মারেন চালক। তাতে বাসটি উল্টে যায়।
ঘটনার পরেই উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। আসে তারকেশ্বর থানার পুলিশ। বাসটির অবস্থা এতটাই খারাপ ছিল যে কাটার দিয়ে সামনের অংশ কেটে চালককে বার করতে হয়। যাত্রীদের একইভাবে বার করা হয়। তাঁদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। পরে ক্রেন এনে বাসটিকে সোজা করা হয়।
0 মন্তব্যসমূহ