South Africa Shooting: দক্ষিণ আফ্রিকার পানশালায় গুলি| মৃত ১৪
বন্দুকবাজদের গুলিতে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানসবার্গের সোয়েতো টাউনশিপ। মৃত্যু হয়েছে ১৪ জনের (14 people)। গুরুতর জখম ৩। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বন্দুকবাজেরা ট্যাক্সি মিনিবাসে করে আসে শহরের একটি পানশালায় (tavern)। এরপর পানশালায় ঢুকে অঝোরে গুলি (shooting) চালাতে থাকে। রবিবার সকালে পানশালা থেকে দেহগুলি উদ্ধার করে পুলিশ। কী করণে গুলি চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
গৌতিংয়ের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল এলিয়াস মাওয়েলা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। এটা প্রমাণ করে বন্দুকবাজের সংখ্যা একের বেশি ছিল। তাঁর কথায়, 'পানশালায় সে সময় অনেকেই ছিলেন। তাঁরা নিজেদের মধ্যে খোশ গল্পে মেতে ছিলেন। সে সময় তাঁরা হঠাৎই গুলির শব্দ শুনতে পান। তখন তাঁরা পানশালা থেকে পালানোর চেষ্টা করেন।' কী কারণে এই গুলি চালানো হল, এখনই বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।
সংবাদসংস্থা এপিকে মাওয়েলা জানিয়েছেন, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছিল। অঝোরে গুলি বর্ষণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, সকলেই পালানোর চেষ্টা করেছিলেন।
0 মন্তব্যসমূহ