Rishi Sunak: জিতলে ষষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রনেতা হবেন ঋষি সুনাক| অন্যরা কে কে?

rishi-sunak-will-be-sixth-head-of-state-indian-origin-if-he-wins

Rishi Sunak: জিতলে ষষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রনেতা হবেন ঋষি সুনাক| অন্যরা কে কে?

আর মাত্র একটি ধাপ। নিকটতম প্রতিদ্বন্দ্বী লিজ ট্রসকে হারাতে পারলেই ইতিহাস গড়বেন ঋষি সুনাক (rishi sunak)। শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রীই নয়, আরও এক নজিরের হাতছানি সুনাকের সামনে।  জিতলে (if he wins) তিনিই হবেন ষষ্ঠ (sixth) কোনও দেশের প্রথম ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান (head of State)। এর আগে মাত্র পাঁচটি দেশে ভারতীয় বংশোদ্ভূতরা (indian origin) দেশের শীর্ষ পদে বসেছেন। 

কোন দেশে কোন ভারতীয় বংশোদ্ভূত? 

১. আন্টোনিও কোস্তা, প্রধানমন্ত্রী, পর্তুগাল

২. মহম্মদ ইরফান, রাষ্ট্রপতি, গুয়ানা

৩. প্রবীণ জগন্নাথ, প্রধানমন্ত্রী, মরিশাস

৪. পৃথ্বীরাজসিং রুপন, রাষ্ট্রপতি, মরিশাস

৫. চন্দ্রিকাপ্রসাদ সান্তোকসি, রাষ্ট্রপতি, সুরিনাম

মরিশাসে জগন্নাথ ও রুপন ছাড়াও মোট ন'জন ভারতীয় রাষ্ট্রপ্রধান হয়েছেন। সুরিনামে পাঁচজন ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রপতি হয়েছেন। 

আরও পড়ুন:  ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে ভারতীয় বংশোদ্ভূতের সম্ভাবনা | পরাধীনতার গ্লানি মুছবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ