Jharkhand Woman: ঝাড়খণ্ডে মহিলা পুলিশ আধিকরিককে পিষে দিল গাড়ি

jharkhand-woman-cop-run-over-by-van

Jharkhand Woman: ঝাড়খণ্ডে মহিলা পুলিশ আধিকরিককে পিষে দিল গাড়ি

বালি মাফিয়াদের হাতে হরিয়ানায় ডিএসপি খুনের পর দু'দিনও কাটল না। এবার খুন হতে হল ঝাড়খণ্ডের (jharkhand) এক পুুলিশ আধিকারিক। সূত্রের খবর, রাঁচিতে গাড়ি পরীক্ষার সময় ওই মহিলা পুুলিশ আধিকরিককে (women police cop) পিষে দিয়ে পালায় একটি গাড়ি। রাঁচি সিটি পুলিশের এসপি অংশুমান কুমার বলেন, সন্ধ্যা তপ্ন নাইট প্রেট্রলিংয়ে ছিলেন। সে সময় তাঁকে পিষে দেয় একটি গাড়ি। প্রাথমিক তদন্তে প্রমাণিত, তাঁকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।

বুধবার ভোর ৩টে নাগাদ সন্ধ্যা একটি গাড়িকে থামতে বলেন রুটিন পরীক্ষার জন্য। সংবাদসংস্থা এএনআই বাজেয়াপ্ত করা একটি সাদা গাড়ির ছবি প্রকাশ করেছে। কুমার জানিয়েছেন, তদন্ত চলছে। রিপোর্ট এলেই জানা যাবে, এটা ইচ্ছাকৃত কি না। তবে প্রাথমিকভাবে ইচ্ছাকৃত বলেই মনে হচ্ছে। সন্ধ্যার ভাই অজিত তপ্ন বলেন, 'কর্তব্যরত পুুলিশকর্মীকে গাড়ির চাকায় পিষে মারা খুনই। এলাকায় পর্যাপ্ত পুুলিশ রাখা দরকার ছিল। দিদি ছিল আমাদের মধ্যে সবার বড়। তাকে হারালাম। দুষ্কৃতীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।' 

ঘটনার রাজনৈতিক রং লাগতে সময় লাগেনি। বিজেপির প্রশ্ন, কেন একজন মহিলা পুলিশ আধিকরিককে রাতে আউটপোস্টে পাঠানো হল। বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ বলেন, 'ঝাড়খণ্ড মুক্তি মোর্চার আমলে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।' 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ