Second Monkeypox: কেরলে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান| দেশে ২

india-second-monkeypox-case-confirmed-in-kerala-kannur

Second Monkeypox: কেরলে আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান| দেশে ২

এক সপ্তাহও কাটল না। এরমধ্যেই দেশে দ্বিতীয় মাঙ্কিপক্স (second monkeypox) আক্রান্তের সন্ধান মিলল। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কেরলের (kerala) কান্নুরে (kannur) ৩১ বছর বয়সি এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের সন্ধান (confirmed) মিলেছে। এই ব্যক্তিরও রয়েছে দুবাই যোগ। 

সূত্রের খবর, গত ১৩ জুলাই ওই ব্যক্তি কর্নাটকের উপকূলে অবস্থিত মেঙ্গালুরু বিমান বন্দরে নামে। তার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ছিল। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় পণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। সেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে। 

গত বৃহস্পতিবার কেরলের কোল্লামে এক মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মেলে। তিনিও দুবাই থেকে দেশে ফিরেছিলেন। রাজ্যকে সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: উপসর্গ একই| দেশে প্রথম মাঙ্কিপক্স? সম্ভাবনা জোড়াল

আরও পড়ুন: জানুন মাঙ্কিপক্সের ইতিহাস| কেন এটা বিপজ্জনক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ