Cheteswar Pujara: লর্ডসে ডাবল সেঞ্চুরি| ভারতীয়র ১২৫ বছরের পুরনো রেকর্ড স্পর্শ পূজারার
ইংল্যান্ডের লর্ডসকে (lords) বলা হয় ক্রিকেটের মক্কা। সেই মক্কায় ভাল পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন সব ক্রিকেটারই। আর সেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ডাবল সেঞ্চুরি (double century) করে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন চেতেশ্বর পূজারা (cheteswar pujara)। ফর্মে না থাকার জন্য তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। মিডলসেক্স কাউন্টির বিপক্ষে সাসেস্কের হয়ে তাঁর এই ডবল সেঞ্চুরি তাঁর জন্য আবার ভারতীয় টিমের দরজা খুলে দেবে কিনা দেখার। এদিন তিনি আবার সাসেস্কের নেতৃত্বও দেন। ৩৪ বছরের পূজারা করেন ২৩১ রান।
এই লর্ডসেই ১২৫ বছর আগে ডাবল সেঞ্চুরি করেছিলেন রঞ্জিতসিংজি (ranjit singh)। বলা হয়ে থাকে লেগ গ্ল্যানস শৈলীর আবিষ্কর্তা। লেগ স্পিন খেলতে অনেক সময়ই সমস্যায় পড়েন বাঘা বাঘা ক্রিকেটাররা। সিম বুঝতে না পেরে অনেকেই উইকেট খুইয়ে বসেন। রঞ্জিতসিংজি দেখালেন ভিতরে ঢোকা বলকে তেরছাভাবে ব্যাট চালিয়ে মোকাবিলা করতে হবে। ১৯০৭ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ শাসিত নওয়ানগড়ের শাসক ছিলেন। ১৮৯৬ থেকে ১৯০২ সাল পর্যন্ত তিনি ব্রিটেনের হয়ে ১৫টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন। ভারত তখনও টেস্ট খেলার স্বীকৃতি পায়নি। ১৯৩২ সালে তাঁর মৃত্যুর এক বছর আগে ভারতের কপালে টেস্ট খেলিয়ে দেশের স্বীকৃতি জোটে। রঞ্জিতসিংজির বয়স তখন ৬০ বছর। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন রঞ্জিতসিংজি। তাঁর নামেই ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা। নাম- রঞ্জি ট্রফি।
0 মন্তব্যসমূহ