Asha Recruitment: পশ্চিমবঙ্গে আবার আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি| জানুন কোন জেলার কোথায়

West-bengal-govt-notification-for-asha-worker-recruitment

Asha Recruitment: পশ্চিমবঙ্গে আবার আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি| জানুন কোন জেলার কোথায়

মহিলা চাকুরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে আশাকর্মী (Asha Worker) নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি (notification) জারি করল পশ্চিমবঙ্গ সরকার (West-bengal-govt)। বলা হয়েছে, জেলার দু’টি প্রশাসনিক বিভাগে আশাকর্মী নিয়োগ করা হবে। হুগলি জেলার চন্দননগর এবং হুগলি সদরের জন্য এই নিয়োগ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চন্দননগর মহকুমার সিঙ্গুর, হরিপাল এবং তারকেশ্বর উপস্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগ হবে। বিস্তারিত জানুন…. 

কারা আবেদন করতে পারবেন? (Who will be eligible?) 

মাধ্যমিক পাশ করলেই মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্নারাই এই পদগুলিতে আবেদনের যোগ্য।

বয়স (Age): ১ জানুয়ারি ২০২২-এর হিসেবে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। 

মোট শূন্যপদ (Toatal Vacancy) : ১০৮

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):  

আগেই জানানো হয়েছে, মাধ্যমিক পাশ করলেই মহিলারা আবেদন করতে পারবেন। তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। কিন্তু উচ্চতর যোগ্যতার কারণে কাউকে আলাদা কোনও সুযোগ দেওয়া হবে না। 

আবেদন পদ্ধতি (Application Process)

কেবলমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথি জোগাড় করে ফর্ম পূরণের পরে তা বিডিও অফিসে জমা দিতে হবে। 

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ (Last date): ২৫ জুলাই, বিকেল সাড়ে পাঁচটা

কি কি জমা দিতে হবে? (Necessary Documents)

১. ঠিকানার প্রমাণপত্র (এক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড বা ডাকে পাঠানো চিঠি পেয়ে থাকলে তার কপি জমা দেওয়া যাবে।)

২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

৩. বয়সের প্রমাণপত্র

৪. জাতিগত শংসাপত্র

৫. ২ কপি ছবি, এগুলিতে সই করে দিতে হবে

৬. ভোটার ও আধার কার্ডের জেরক্স 

৭. বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট

   বিধবা হলে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট

   বিবাহবিচ্ছিন্না হলে ডিভোর্স সার্টিফিকেট

৮. ৫ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম

চন্দননগর মহকুমার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

হুগলি সদরের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ