Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা| মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি

Ed-may-questioned-partha-chatterjee-in-presence-of-his-alleged-friend-arpita-mukherjee

Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা| মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি 

পরিমাণ ২০ কোটি টাকা। সংখ্যায় ২০,০০,০০,০০০। এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী (alleged friend) বলে দাবি করেছে ইডি (ed)। ইডি-র ভাষায়, ‘ক্লোজ অ্যাসোসিয়েট’। স্বাভাবিকভাবেই বলাবলি শুরু হয়েছে, পার্থ বাবুই এই বিপুল টাকা অর্পিতার বাড়িতে রেখে দিয়েছিলেন। বিরোধীদের মতে, স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি-তে নিয়োগ দুর্নীতির ফলে যে বেআইনি রোজগার হয়েছে, সেই টাকাই লুকোনো ছিল অর্পিতার ফ্ল্যাটে। এরপরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার ছিল ২১ জুলাই। ভরা ধর্মতলা জানান দিয়েছে, রাজ্যে তৃণমূলের জনভিত্তিতে ভাটা পড়েনি। শুক্রবার অবশ্য চিত্র বদলে যায়। এদিন সকাল ৮ টার সময়ে পার্থবাবুর বাড়িতে ঢোকেন ইডি কর্তারা। 
এরপরেই সকালে তৃণমূলের পক্ষে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দলের কারও কিছু হয়ে গেলে, তার দায় নিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। তবে এই চাপের কাছে মাথা নোয়ায়নি ইডি। শুক্রবার রাত ৯ টাতেও থামেনি তল্লাশি ও জিজ্ঞাসার পর্ব। রাতে ইডির পক্ষ থেকে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে। এই তদন্তের দুটি দিক রয়েছে। প্রথমত, নিয়োগ দুর্নীতি নিয়ে ষড়যন্ত্র। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছে সিবিআই। দ্বিতীয়ত, বেআইনি আর্থিক লেনদেন। এটির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। রাত ১১ টার সময় আরও এক আধিকারিক নিয়ে পার্থর নাকতলার বাড়িতে যান ইডি আধিকারিকরা। এদিকে, পার্থর সঙ্গে অর্পিতার সম্পর্ক সামনে আসতেই তাঁদের নানা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাই দু’য়ে দু’য়ে চার হতে সময় লাগেনি। অনেকেই বলছেন, অর্পিতার কাছে এত হিসাব বহির্ভূত টাকা এল কোথা থেকে? এক সূত্রের মতে, এই টাকার উৎস সন্ধানে প্রথমে অর্পিতাকে জেরা করা হবে। তার পর প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ইডির মতোই পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআইও। কারণ, নিয়োগ দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই চাইলে পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়েও জেরা করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ