ফাদার’স ডে উপলক্ষে
গুগলের বিশেষ ডুডল |
Father’s Day: কেন পিতৃদিবস পালন করা হয়? জানুন বিস্তারিত
বাবা ও সন্তানের বন্ধনকে সম্মান জানাতে বিশ্বজুড়ে জুন মাসের তৃতীয় রবিবার (third Sunday of june) ফাদার’স ডে (fathers day ) বা পিতৃদিবস পালন করা হয়। আজ সেই দিন।
কেন জুনের তৃতীয় রবিবারকে পিতৃদিবসের জন্য বেছে নেওয়া হল? (Why is Father's Day celebrated on the third Sunday of June?)
মার্কিন নাগরিক ইউলিয়াম জ্যাকসন স্মার্ট এবং এলেন ভিক্টোরিয়া চেকের মেয়ে স্মার্ট ডড (১৮ ফেব্রুয়ারি, ১৮৮২– ২২ মার্চ, ১৯৭৮) মাত্র ১৬ বছর বসয়ে মাকে হারিয়েছিলেন। ষষ্ঠ সন্তানের জন্ম দিতে গিয়ে ৪৭ বছর বয়সে মারা যান এলেন। এই অবস্থায় তাঁর বাবা প্রাক্তন মার্কিন সেনাকর্মী ছয় সন্তানকে মানুষ করতে থাকলেন। বাবার সঙ্গেই ডডের ওঠা বসা। একদিন বাবার হাত ধরে ডড গির্জায় গিয়েছিল। সেখানে সে দেখে মাদার’স ডে পালন করা হচ্ছে। তখনই তার মনে হয়, বাবাদের জন্য একটি বিশেষ দিন থাকা উচিত।
আর এই আর্জি নিয়ে সে হাজির হয় স্পোকেন মিনিস্ট্রিয়াল অ্যালায়েন্সে (Spokane Ministerial Alliance)। ডডের দাবি, বাবার জন্মদিন ৫ জুনকে ফাদার’স ডে হিসেবে পালন করতে হবে। তার সেই প্রস্তাব সাদরে গ্রহণ করে অ্যালায়েন্স। তবে জুন মাসের তৃতীয় রবিবারকে ফাদার’স ডে হিসেবে পালন করা হবে বলে জানানো হয়।
0 মন্তব্যসমূহ