Video Game: ভিডিওগেম খেলতে দেননি, মাকে গুলি| ২ দিন দেহ আগলে কিশোর
দিন নেই। রাত নেই। শুধুই মোবাইলে ভিডিও গেম (Video Game)। তাই ছেলেকে ভিডিও গেম থেকে বিরত থাকতে বলেছিলেন মা। এতেই রেগে গিয়ে মাকে (Mother) লক্ষ্য করে গুলি চালিয়ে দিল কিশোর (Teen)। সঙ্গে সঙ্গে মায়ের মৃত্যু হয়। সোমবারের ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখনউয়ের।
তবে ঘটনার এখনও বাকি রয়েছে। ১৬ বছরের ওই যুবকের বাবা একজন প্রাক্তন সেনাকর্মী। তাঁদের একটি লাইসেন্স থাকা রিভলভার রয়েছে। সেদিন বাবা বাড়িতে ছিলেন না। 'মন দিয়ে' ভিডিও গেম খেলছিল কিশোর। খেলা বন্ধ করতে বলাতেই খেপে যায় সে। মাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মাটা যান মা (Killed Mother)।
এরপর সে পাকা অপরাধীর মতো মৃতদেহের গন্ধ ঢাকতে রুম ফ্রেশনার স্প্রে করতে থাকে। বাইরের কাউকে ঘটনার কথা না জানাতে ৯ বছরের বোনকে নিষেধ করে সে। এইভাবে কাটে দু'দিন। তবে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে মায়ের মৃত্যুর কারণ নিয়েও গল্প ফাঁদে কিশোর। পুলিশ ও বাবাকে সে বলে, এক ইলেক্ট্রিশিয়ান বাড়িতে কাজে এসেছিল। সেই মাকে খুন করেছে।
পুলিশ জানিয়েছে, কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।
0 মন্তব্যসমূহ