Udaipur Killing: নূপুর শর্মাকে সমর্থন| দর্জির গলা কাটল দুষ্কৃতীরা| সন্দেহ পাক জঙ্গি যোগ

tailor-beheaded-in-udaipur-murderers-may-be-connected-to-pakistan-based-terror-outfit


Udaipur Killing: নূপুর শর্মাকে সমর্থন| দর্জির গলা কাটল দুষ্কৃতীরা| সন্দেহ পাক জঙ্গি যোগ

রাজস্থানের উদয়পুরে (udaipur) দর্জির (tailor) গলাকাটার (beheaded) ঘটনাকে জঙ্গি (terror) কার্যকলাপ হিসেবেই দেখছে কেন্দ্র। দুষ্কৃতীদের পাক জঙ্গি (Pakitani based Terror outfit) যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সরকার।  মঙ্গলবার ওই দর্জি কানহাইয়া লালের গলা কাটে দুই দুষ্কৃতী। সোশাল মিডিয়ায় ওই ব্যক্তি বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যকে সমর্থন করে পোস্ট দিয়েদিলেন। সেই কারণেই তাঁর গলা কাটা হল বলে দুষ্কৃতীরা ভিডিওতে জানিয়েছে। 

ঘটনার পরেই উদয়পুরে তদন্তকারী দল পাঠিয়েছে। সেই দলে রয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) আধিকারিকরা। কেন NIA পাঠানো হল? সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুই দুষ্কৃতীর সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে। ইতিমধ্যে হামলাকারী দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুুলিশ। তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের পাশপাশি তাদের অতীতও খতিয়ে দেখবেন।

গলাকাটার সময় তারা ভিডিও করে। এরপর তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। গলা  কাটার আগে তারা ছুড়িটি দেখিয়ে সেটা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলা কাটবে বলে হুমকি দেয়। তাতে একজন নিজের নাম বলেছে, রিয়াজ আখতারি। পাকিস্তানি জঙ্গি সংগঠন দওয়াত-ই-ইসলামির ভারতীয় শাখা রয়েছে। তাদের সঙ্গে আখতারের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কঠোর ইউএপিএ-তে মামলা দায়েরের পর এই ঘটনার তদন্তভার NIA কে দেওয়া হবে বলে একটি সূত্রের খবর।

আইএস বা আল কায়দার মতো জঙ্গি সংগঠনের কাছে গলা কাটা সাধারণ ব্যাপার। ২০১৪ সালের পর আইএস বেশ কয়েকজনের গলা কেটে সোশাল মিডিয়ায় তা পোস্ট করেছিল। 

এদিকে ঘটনার পরেই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজস্থানজুড়ে কার্ফু জারি করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ