Nupur Sharm: নুপুর শর্মাকে সাসপেন্ড বিজেপির| জানুন বিজেপির সংবিধান কি
পয়গম্বর হজরত মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে (Nupur Sharma) সাসপেন্ড (Suspended) করেছে বিজেপি (BJP)। রাজনৈতিক মহলের মতে, নুপুরের মন্তব্য নিয়ে একের পর এক মুসলিম দেশ তীব্র প্রতিক্রিয়া দিতে থাকে। কাতার, কুয়েত ও ইরান আগেই আপত্তি জানিয়েছে। এর মধ্যেই নুপুরকে সাসপেন্ড করে বিজেপি। তবে বিতর্ক থামছে না। সোমবার এই মন্তব্যের নিন্দা করল সৌদি আরব। পশ্চিম এশিয়ার এই দেশগুলিতে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় সংবিধান মেনে নুপুরকে সাসপেন্ড করা হয়েছে। এক্ষেত্রে বিজেপির হাতিয়ার অনুশাসন ১০এ (Rule 10 A)। এছাড়াও অবমাননাকর মন্তব্যের জেরে মুখপাত্র নবীন কুমার জিন্দলকে সাসপেন্ড করেছে বিজেপির দিল্লি শাখা।
বিজেপির সংবিধানের Rule 10 A তে কি আছে? (What is Rule 10 A of BJP Constitution?)
নির্বাচন কমিশনের কাছে অনুমতি নিতে গেলে প্রত্যেক রাজনৈতিক দলকে সংবিধান জমা দিতে হয়। ভারতীয় সংবিধানের সঙ্গে কোনও বিরোধ রয়েছে কি না, তা যাচাই করে রাজনৈতিক দলের অনুমতি দেয় কমিশন। দলীয় বিরোধ দেখা দিলে এই সংবিধান মেনেই তার নিষ্পত্তি করা হয়। তেমনই ১৯৮০ সালে জনতা পার্টি থেকে বেরিয়ে এসে প্রাক্তন জনসঙ্ঘীরা ভারতীয় জনতা পার্টি গঠন করার সময় সংবিধান তৈরি করেছিলেন। তাতে Rule 10 A র উল্লেখ রয়েছে। এই অনুশাসনে দলীয় কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার সভাপতিকে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সভাপতি যদি মনে করেন, তবে যে কোনও কর্মীকে তিনি সাসপেন্ড করতে পারেন। এরপর ওই কর্মীর বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু করা যাবে। নুপুর শর্মার ক্ষেত্রেও এই অনুশাসন প্রয়োগ করা হয়েছে। বলা হয়েছে, বিজেপির সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ (Article II) ভঙ্গ করেছেন নুপুর। ওই অনুচ্ছেদে বিজেপির লক্ষ্য বর্ণনা করা হয়েছে। অনুচ্ছেদে জানানো হয়েছে, 'গণতান্ত্রিক দেশ গঠনের লক্ষে এই দল গঠন করা হচ্ছে। জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবেন। রাজনৈতিক, আর্থিক, সামাজিক সমানাধিকার থাকবে সকলের। ধর্মীয় বিশ্বাস ও মতপ্রকাশের ক্ষেত্রেও সকলের সমান অধিকার থাকবে।' নুপুর এই অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলেই Rule 10 A মতে ব্যবস্থা বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ