Interest Rate: সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক| মিউচুয়াল ফান্ডের জন্য দুঃসংবাদ

rbi-hikes-interest-rate-bad-news-for-mutual-fund-investors


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ


Interest Rate: সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক| মিউচুয়াল ফান্ডের জন্য দুঃসংবাদ

আবার সুদের হার (Interest Rate) বাড়াল (Hike) রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। বুধবার রেপো রেট ০.৫ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলে রেপো রেট বেড়ে দাঁড়াচ্ছে ৪.৯০ শতাংশ। যে সুদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক ঋণ দেয়, তাই রেপো রেট। এই রেট বাড়ার অর্থ ব্যাঙ্কগুলিও এবার সুদের হার বাড়াবে। এই নিয়ে গত পাঁচ সপ্তাহে দু’বার সুদের হার বাড়ল। তিনদিনের বৈঠক শেষে বুধবার মনিটারি পলিসি কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মূল্যবৃদ্ধি রুখতে শিল্পমহলের আপত্তি অগ্রাহ্য করে চিরাচরিত সুদ বৃদ্ধির পথেই হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক।

এদিকে রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ। সুদ বাড়ালে গ্রাহক শেয়ার বাজারে বিনিয়োগের থেকে নিশ্চিত আয়ের জন্য ব্যাঙ্কে টাকা রাখবে। পড়বে শেয়ার বাজার। আর মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ থেকে রিটার্ন শেয়ার বাজারের ওঠানামার উপর নির্ভর করে। তাই  সুদ বাড়ালে মিউচুয়াল ফান্ডে (Bad news for Mutual Fund Investors) বিনিয়োগের রিটার্ন কমবে।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের পরামর্শ (Advice For Mutual Fund Investment)

  • বন্ডে বিনিয়োগকারীদের কম করে তিন বছরের জন্য বিনিয়োগ করতে বলা হচ্ছে। নার্ভ শক্ত রেখে বিনিয়োগ ধরে রাখুন। তবে খুঁতখুঁতে হলে বিনিয়োগ ভাঙিয়ে কম মেয়াদের কোনও ফান্ডে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
  • দীর্ঘমেয়াদে বিনিয়োগের কথা যাঁরা ভাবছেন, তাদের প্রতি পরামর্শ ব্যাঙ্ক বা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বন্ডে বা কর্পোরেট ফান্ডে বিনিয়োগ করুন। স্বল্প মেয়াদের ক্ষেত্রে লিকুইড ফান্ড, আল্ট্রা শর্ট ফান্ড, মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে।

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা (Reserve Bank Announcements)

  • রেপো রেট বাড়ল ০.৫০ শতাংশ। হল ৪.৯০ শতাংশ
  • জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশে অপরিবর্তিত
  • চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির অনুমিত হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ৫.৭ শতাংশ থেকে বেড়ে হবে ৬.৭ শতাংশ
  • ক্রেডিট কার্ড, রুপে কার্ড এখন ইউপিআইয়ের সঙ্গে যুক্ত হবে

আরও পড়ুন: আর্জেন্টিনা ৩৭.৪ শতাংশ সুদ দিচ্ছে| টাকা রাখবেন নাকি?

আরও পড়ুন: রাতারাতি সাত শতাংশ সুদ বাড়াল এই দেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ