IPL Ball: আইপিএলে বল প্রতি ৪৯ লক্ষ টাকা আছড়ে পড়বে মাঠে!
সদ্য শেষ হয়েছে আইপিএলের মিডিয়া সত্ত্ব বিক্রির নিলাম প্রক্রিয়া। ২০২৩ থেকে ২০২৭— পাঁচ বছরে ৪১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পাঁচ বছরের সম্প্রচার সত্ত্ব বিক্রি হয়েছে রেকর্ড ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায়। ম্যাচ পিছু আয় ১১৮ কোটি টাকা। আগের বারের থেকে এই আয় প্রায় দ্বিগুণ (১.৯৬ শতাংশ)। সেই হিসেবে বিসিসিআই বল পিছু ৪৯ লক্ষ টাকা (প্রায়) আয় করবে। অর্থাৎ মহম্মদ সামি, কুলদীপ যাদবদের এক একটি বল শুধু পিচেই পড়বে না, পিচে আছড়ে পড়বে ৪৯ লক্ষ টাকা। ওভার পিছু ২ কোটি ৯৫ লক্ষ টাকা স্রেফ উবে যাবে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে ইতিমধ্যে ঘোষিত সৌরভ গাঙ্গুলি-জয় শাহের বিসিসিআই। ২০২৩-২০২৭ সালের নিলামের পর তা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে।
প্রতি পাঁচ বছরের জন্য আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করে থাকে বিসিসিআই। ২০১৮ সালে স্টার ইন্ডিয়া ৬ হাজার ১৩৮ কোটি টাকায় এই স্বত্ব কিনেছিল। ম্যাচ পিছু ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় হয়েছিল ৬০ কোটি টাকা। এই প্রথম মিডিয়া স্বত্ব বিক্রি চারটি প্যাকেজে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে ছিল, A. ভারতীয় উপমহাদেশের জন্য B. ভারতীয় উপমহাদেশের ডিজিটাল C. ভারতে বিধিনিষেধহীন ডিজিটাল স্বত্ব এবং D. বিশ্বের অন্যান্য অংশের জন্য।
0 মন্তব্যসমূহ