Boy Found Hanging: সন্তান কি মোবাইল আসক্ত| ৮ বছরের ছেলের আত্মহত্যা থেকে সাবধান হোন
বাবা-মা কাজে যান। বাড়িতে সময় দিতে পারেন না। আর তাই সন্তানকে মোবাইল দিয়ে যান। আর সন্তানও মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বাস্তব-অবাস্তব জগতের মধ্যে তফাত করতে ভুলে যায়। তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। যেমনটি হয়েছে পুণেতে। মোবাইল দেখে (Learn) আত্মহত্যার (Suicide) কৌশল শিখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী (Hanging) হল এক বালক।
পিম্পি ছিনওয়াড়ের ঘটনা আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজের এক সত্যকে- ভাল নেই শৈশব।
কি হয়েছিল? (What Happened?)
পুুলিশ জানিয়েছে, রবিবার ছেলে ও মেয়েকে বাড়িতে রেখে কাজে বেরিয়েছিলেন তাদের বাবা ও মা। বাবা নিরাপত্তা কর্মীর কাজ করেন।আর মা গৃহ পরিচারিকা। বোনের সঙ্গে খেলছিল ৮ বছরের বালক। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। খবর দিলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। তবে পুলিশের ধন্দ বাড়ায় একটি পুতুল। তার মুখ একটি কাপড় দিয়ে চাপা দেওয়া ছিল। আর একটি দড়ি বাধা ছিল পুতুলটির গলায়। যেন পুতুলটিকে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছে। কে এমন করল?
পরিবারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শিশুটি মোবাইলে প্রচুর ভিডিও দেখত। হয়তো সে এমন কোনও আত্মহত্যার ভিডিও দেখে অনুকরণ করেছে। সেই প্রথমে পুতুলটিকে ওইভাবে শ্বাসরোধ করতে চেয়েছে। আর কিছু না বুঝে নিজেকেও চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তাই এখনই সাবধান হোন।
সমাজ তত্ত্ববিদদের পরামর্শ (Advice)
- যতটা পারেন শিশুকে মোবাইল থেকে দূরে রাখুন।
- মোবাইল যদি একান্ত দিতেই হয়, তবে নজর রাখুন।
- নির্দিষ্ট কিছু ভিডিও সিলেক্ট করে প্লে লিস্ট বানান। সেগুলি ডাউনলোড করুন। নির্বাচিত ভিডিওগুলিই দেখতে দিন।
- আর হ্যাঁ কখনও ডেটা অন অবস্থায় শিশুর হাতে মোবাইল দেবেন না।
0 মন্তব্যসমূহ