Ancient City: সাড়ে তিন হাজার বছরের প্রাচীন ব্রোঞ্জ যুগের সভ্যতা আবিষ্কার

ancient-city-discovered-in-iraq-bronze-age-claimed-historians

Ancient City: সাড়ে তিন হাজার বছরের প্রাচীন ব্রোঞ্জ যুগের সভ্যতা আবিষ্কার

প্রাচীন (Ancient) যুগে অধিকাংশ সভ্যতারই পত্তন হয়েছিল কোনও না কোনও নদীর ধারে। নদীপথে যোগাযোগ ব্যবস্থার সুবিধা রয়েছে। তা নজর এড়ায়নি পূর্বজদের। সেই নদীতে হারিয়ে যাওয়া একটি প্রাচীন শহরের (Ancient City) সন্ধান ( Discovered) মিলল ইরাকে। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে এই শহরের পত্তনি শুরু হয়েছিল। সাড়ে তিনশ বছর ধরে এই শহরের অস্তিত্ব ছিল। পরে তা তলিয়ে যায় কালের গর্ভে। সম্প্রতি ইরাকে (Iraq)  এই শহরের সন্ধান মিলেছে। ঐতিহাসিকরা জানাচ্ছেন, শহরটি ছিল ব্রোঞ্জ যুগের (Bronge Age)। তাঁদের আরও দাবি, শহরটি আসলে মিত্তানি সাম্রাজ্যের (Mittani Emperor) ধ্বংসাবশেষ। ১৫৫০ পূর্বাব্দ থেকে ১৩৫০ পূর্বাব্দ (BCE) পর্যন্ত এই রাজবংশ রাজত্ব করেছিল। 

কীভাবে সামনে এল শহরের ধ্বংসাবশেষ? (How The Findings Came In Light?)

ইরাকের সবচেয়ে বড় জল সংরক্ষণ কেন্দ্র রয়েছে টাইগ্রিস নদীর উপকূলে। কুর্দিস্তান অঞ্চলের কেমিউনের এই জলাধারের জল শুকিয়েছে অনেকটাই। জলস্তর নেমে যাওয়ায়

ধ্বংসাবশেষ নজরে আসে। এরপর খনন শুরু করে জার্মান এবং কুর্দিস পুরাতত্ত্ব বিদরা। তখনই সমৃদ্ধ শহরের সম্ভাবনার কথা জানা যায়।

জার্মানির ফেইবার্গ বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ দলের অন্যতম সদস্য ইভানা পুলজিজ বলেন, 'বর্তমান সময়ের উত্তর-পূর্ব সিরিয়াজুড়ে বিস্তৃত ছিল মিত্তানি সাম্রাজ্য। এই শহর টাইগ্রিস নদীর উপর গড়ে ওঠায় বলাই যায়, মিত্তানি সাম্রাজ্যের সঙ্গে এর যোগাযোগ ছিল। মিত্তানি সাম্রাজ্যের অংশও হতে পারে এই শহর।' 

জলস্তর বেড়ে গেলে আবার সব চাপা পড়ে যাবে। ধ্বংসও হতে পারে অনেক কিছু। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ধ্বংসাবশেষের দেওয়াল প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হচ্ছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ