Agniveer Appoinments: অগ্নিবীররা অবসরের পরে অসম রাইফেলস বা সিএপিএফে অগ্রাধিকার পাবেন

agniveers-to-get-preference-in-capf-recruitment-after-4-year-service-says-amit-shah


Agniveer Appoinments: অগ্নিবীররা অবসরের পরে অসম রাইফেলস বা সিএপিএফে অগ্রাধিকার পাবেন

মঙ্গলবারই নতুন প্রতিরক্ষা পরিকল্পনা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার অগ্নিপথ (agnipath) প্রকল্পে ৪ বছরের জন্য সেনাবাহিনীতে চুক্তিতে নিয়োগ পাবেন যুবকরা। এরপর এই যুবকদের (agniveers) কী হবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সব মহলে। স্থায়ী নিয়োগ না পেলে কাজে দায়িত্বশীলতা আসবে না বলে অনেকেই জানিয়েছেন। বিশেষ করে প্রতিরক্ষার মতো কাজে। অনেকেরই মত, কেন্দ্রের এই প্রকল্প মুখ থুবড়ে পড়বে। আর তাতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিরক্ষা ক্ষেত্র। এই অবস্থায় বুধবার প্ল্যান বি সামনে আনল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) বলেন, চার বছর সেনায় কাজ করার পর এই সমস্ত যুবকরা সেন্ট্রাল আর্মড ফোর্স (CAPF) বা অসম রাইফেলসে (Assam Rifles) নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বুধবার সাত সকালে অমিত শাহের ট্যুইট, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উচ্চাকাঙ্খী প্রকল্প এই অগ্নিপথ। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পে যোগ দিয়ে চার বছর কাজের পর তাঁদের সিএপিএফ এবং অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।’ 

অমিত শাহ বলেন, সেনা বাহিনীর প্রশিক্ষণ পাওয়া কর্মীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তবে তাঁদের নিয়োগ দিতে তাঁর মন্ত্রক নীতি তৈরি করছে বলে জানিয়েছেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ