WB HS Result: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ| প্রথম দিনহাটার অদিশা

West-bengal-higher-secondery-result-2022-came-out-woman-students-far-ahead
অদিশা দেবশর্মা ও সায়নদীপ সামন্ত

WB HS Result: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ| প্রথম দিনহাটার অদিশা

প্রকাশিত হল ২০২২ (2022) সালের পশ্চিমবঙ্গের (West Bengal) উচ্চ মাধ্যমিক (Higher Secondery) পরীক্ষার ফল (Came Out) । ৫০০-র মধ্যে ৪৯৮ পেয়ে প্রথম স্থানে রয়েছেন দিনহাটা সোনাদেবী জৈন হাইস্কুলের অদিশা দেবশর্মা। তিনি পেয়েছেন ৯৯.৬ শতাংশ নম্বর। ৪৯৭ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সায়নদীপ সামন্ত। তৃতীয় স্থানে রয়েছেন চার জন— রোহিন সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। 

পর্ষদের ওয়েবসাইট https://wbchse.nic.in/ -এ দেখা যাবে পরীক্ষার্থীদের ফল। এর পরে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।

এক নজরে দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের বিভিন্ন দিক (WB HS Result at a Glance)

  • এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ২ এপ্রিল। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষের ৪৪ দিনের মধ্যে ফল প্রকাশিত হল। 
  • মোট পরীক্ষার্থী ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন। ছাত্র ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রী ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। ছাত্রের তুলনায় ৬৫ হাজার ৪৬৮ জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। (woman students far ahead)
  • এবার পাশের হার ৮৮.৪৪ শতাংশ। 
  • কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, প্রথম দশের মধ্যে রয়েছেন ২৭২ জন। এঁদের মধ্যে ছাত্রী ১২৮ জন। ছাত্র ১৪৪। 
  • পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। 
  • গত দু’বছর করোনার জন্য অনলাইনে পরীক্ষা হয়েছিল। দু’বছর পর এটাই প্রথম অফলাইন পরীক্ষা 

পরের বছর পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ, পূর্ণাঙ্গ সিলেবাসে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ