ByPoll Result: উত্তরপ্রদেশে জয় বিজেপির| পাঞ্জাবে ধাক্কা খেল আপ
উত্তরপ্রদেশে (UP) সমাজবাদী পার্টিকে বড় ধাক্কা দিল বিজেপি (BJP)। আজমগড় এবং রামপুর দু'টি লোকসভা আসনই অখিলেশ যাদবের দলের থেকে ছিনিয়ে (Win) নিল তারা। বিধানসভা ভোটে লড়বেন বলে অখিলেশ আজমগড় কেন্দ্রে ইস্তফা দেন। অন্যদিকে আজম খান ইস্তফা দিয়েছিলেন রামপুর কেন্দ্র থেকে। তাই এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এই দুই আসনে জিতে উল্লসিত বিজেপি শিবির। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, পরিবারতন্ত্র এবং জাতপাতের রাজনীতিকে খারিজ করেছে মানুষ। এই ফলকে ২০২৪ লোকসভা ভোটের ফলের ইঙ্গিত বলেও যোগী মন্তব্য করেছেন। বিজেপি যে 'ডবল ইঞ্জিন' সরকারের কথা বলে, পরপর নির্বাচনে জেতা সেই সাফল্যের ইঙ্গিত।
অন্যদিকে পাঞ্জাবে ধাক্কা খেল আপ(AAP)। সিংরুর আসনে শিরোমণি অকালি দলের কাছে হেরে গেলেন আপ প্রার্থী। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ছেড়ে যাওয়া আসন এটি। পাঞ্জবে আপ সরকার ক্ষমতায় আসার পর বিরোধীরা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছে। সেই দিক থেকে সিংরুর আসনে উপনির্বাচনের দিকে তাকিয়ে ছিল বিভিন্ন মহল। সেই লিটমাস টেস্টে ডাঁহা ফেল করেছে আপ।
0 মন্তব্যসমূহ