Bihar Man: ছেলের দেহ ছাড়াতে লাগবে ৫০ হাজার ঘুষ| ভিক্ষা করছেন বাবা-মা

Bihar-man-begs-for-bribe-to-give-hospital-for-taking-sons-body

Bihar Man: ছেলের দেহ ছাড়াতে লাগবে ৫০ হাজার ঘুষ| ভিক্ষা করছেন বাবা-মা 

অমানবিকতা! লোভ! নিকৃষ্টতর বিশেষণগুলিও পানসে হয়ে যায় বিহারের (Bihar) ঘটনায়। 

সরকারি হাসপাতাল (hospital) থেকে ছেলের (Sons) মৃতদেহ (Body) ছাড়াতে গেলে লাগবে নগদ ৫০ হাজার টাকা। এমনটাই জানিয়েছিল হাসপাতাল। কিন্তু সেই ঘুষের (Bribe) টাকা দেওয়ার সামর্থ্য নেই মৃতের বাবার (Man)। অগত্যা মানুষের দোরে দোরে ঘুরতে (Begs) শুরু করেন মৃতের বাবা। ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্ক দেখা দিয়েছে। 

ঘটনাটি বিহারের সমস্তিপুরের। মৃতের বাবা জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁর ছেলে নিখোঁজ হয়ে যায়। ছেলের খোঁজে যখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা, তখনই তাঁদের সঙ্গে যোগাযোগ করে সমস্তিপুরের সদর হাসপাতাল। মৃতের বাবা বলেন, 'কয়েকদিন আগে আমার ছেলে নিখোঁজ হয়ে  গিয়েছিল। এখন সমস্তিপুরের সদর হাসপাতাল থেকে জানানো হয়েছে, আমার ছেলের দেহ সেখানে রয়েছে। হাসপাতালের এক কর্মী ছেলের দেহ আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা চেয়েছেন।' ছেলেকে শেষ দেখা দেখতে চোখের জল সঙ্গী করে স্ত্রীকে নিয়ে পথে নেমেছেন মৃতের বাবা মহেশ ঠাকুর। বলছেন, 'আমরা গরিব লোক। কোথায় পাব এত টাকা। তাই ভিক্ষা করতে বেরিয়েছি।'

কি বক্তব্য হাসপাতালের?

হাসপাতালের অধিকাংশ স্বাস্থ্যকর্মীই চুক্তি শ্রমিক। অভিযোগ, তাঁরা প্রায়ই সময়মতো বেতন পান না। তাই স্বাস্থ্যকর্মীরা প্রায়ই রোগী বা রোগীর পরিজনদের থেকে টাকা তোলেন। তবে এই ঘটনার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্তিপুরের সিভিল সার্জন ডাঃ এস কে চৌধুরী বলেন, 'ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না। এটা মানবতার লজ্জা।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ