Exam End Party: পরীক্ষা শেষের নৈশ পার্টি কাড়ল ২১ কিশোরের প্রাণ
পরীক্ষা শেষ। চাপ মুক্ত। আর তাই হুল্লোড়ে মেতে উঠেছিল পড়ুয়ারা। সেটাই কাল হল। মৃত্যু হল (die) ২১ কিশোরের (21 teens)। দক্ষিণ আফ্রিকার (south africa) ইস্ট লন্ডনে রবিবার একসঙ্গে ২১ কিশোরের রহস্যমৃত্যু (mysterious circumstances) নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পুুলিশ জানিয়েছে, অধিকাংশ কিশোরের বয়স ১৩-র আশেপাশে।
স্থানীয় ডেইলি ডেসপ্যাচ সংবাদপত্রের খবর অনুযায়ী, শীতকালীন পরীক্ষা শেষের পর পড়ুয়ারা নৈশ পার্টিতে মেতে উঠেছিল। নৈশ ক্লাবের চেয়ারে, মেঝেতে দেহগুলি পড়ে রয়েছে। কারও কোনও জখমের চিহ্ন নেই। তা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে ওই কিশোরদের।
স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র সিয়েন্দা মানেনা বলেন, 'কিশোরদের মৃত্যুর কারণ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আমরা যত দ্রুত সম্ভব অটপসি পরীক্ষা শেষ করতে ছাইছি। রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যর প্রকৃত কারণ জানা যাবে।' পুলিশমন্ত্রী ভেকি সেলের প্রশ্ন, এত অল্প বয়সিদের কেন মদ দেওয়া হল, বুঝতে পারছি না। কিশোরদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোজা।
ক্লাবের মালিক শিয়াখেঙ্গালা নেদেভু বলেন, 'কি হয়েছিল, বুঝতে পারছি না। সকালে আমাকে কর্মীরা মৃত্যর খবর দেন। শুনলাম রাতে প্রচুর ভিড় হয়েছিল। অনেকেই পালানোর চেষ্টা করেছিল।'
0 মন্তব্যসমূহ