Missing Nepali Plane: মিলল সেই নিখোঁজ নেপালি বিমানের ধ্বংসাবশেষ
অবশেষে সেই নিখোঁজ (Missing) নেপালি বিমানের (Nepali Plane) ধ্বংসাবশেষের (Wreckage) সন্ধান মিলেছে। সোমবার একথা জানিয়েছে নেপালি সেনা। এদিন নেপালি সেনার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিওয়াল বলেন, 'তারা এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তল্লাশি এবং সহায়তাকারী দল নির্দিষ্টভাবে জায়গাটিকে চিহ্নিত করেছে।' উল্লেখ্য রবিবার সকালে চার ভারতীয় সহ ২২ জনকে নিয়ে নিখোঁজ হয়ে যায় নেপালি তারা এয়ারলাইন্সের বিমানটি। এর কয়েকঘণ্টা পরে গ্রামবাসীরা জানান, তাঁরা বিমানের ধ্বংসাবশেষে দেখেছেন।
এরপরেই মুস্তাং জেলায় উদ্ধারের কাজে নামে নেপালি সেনা। রওনা হয় সেনার বিমান ও হেলিকপ্টার। তবে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারে অসুবিধা দেখা দেয়। সেনার পক্ষ থেকে জানানো হয়, বিমান এবং হেলিকপ্টারগুলিকে বারাকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছ। সোমবার সকালে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে। নারায়ণ সিওয়াল বলেন, 'দুর্ঘটনাস্থলের উদ্দেশে অতিরিক্ত বাহিনী রওনা হয়েছ।'
আরও পড়ুন: ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ নেপালি বিমান| রয়েছেন ৪ ভারতীয় যাত্রীও
0 মন্তব্যসমূহ