US Work Permit: ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা| সুবিধা ভারতীয়দের

US Work Permit: ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা| সুবিধা ভারতীয়দের

us-extends-18-month-work-permit-for-immigrants

এক ধাক্কায় ওয়ার্ক পারমিটের (US Work Permit) মেয়াদ দেড় বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। এবার বিশেষ ধরণের শরণার্থী, গ্রিন কার্ডের (Green Card) আবেদনকারীরা এবং এইচ১ বি১ ভিসার অধিকারীদের স্ত্রী বা স্বামীরা এই বর্ধিত ওয়ার্ক পারমিটের সুযোগ নিতে পারবেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (Department of Homeland Security) পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১৮০ দিন থেকে আপনাআপনি বেড়ে ৫৪০ দিন হবে। এর জন্য আলাদা আবেদনের প্রয়োজন নেই। ভারতীয়দের ক্ষেত্রে এই ছাড়ের গুরুত্ব অপরিসীম। বহু ভারতীয় গ্রিন কার্ডের আবেদন করেছেন। এইচ১ বি১ ভিসাধারীদের অনেকের স্বামী বা স্ত্রী ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে তাঁরা উপকৃত হবেন। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। 

গ্রিন কার্ড হল একটি নথি। এই নথি পেলে কোনও শরণার্থী স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। ইউএসসিআইএসের ডিরেক্টর ইউআর এম জাড্ডু বলেন, ‘এই সাময়িক সিদ্ধান্তের ফলে নাগরিকত্ব পাননি এমন বহু মানুষ এখানে থাকা এবং কাজের সুযোগ পাবেন। তাঁদের পরিবারও উপকৃত হবেন। আর মার্কিন কর্মদাতারাও কর্মীদের অভাব বোধ করবেন না।’


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ