Modi Government: করোনা পরবর্তী সময়ে মোদি সরকারের জনপ্রিয়তা শিখরে
রাজ্যে রাজ্যে বিজেপি সরকার নিয়ে মানুষের অস্বস্তি যতই থাক, কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) জনপ্রিয়তা (Popularity) ক্রমশ বাড়ছে। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। জ্বালানির দামও আকাশ ছোঁওয়া। বেকারত্বও বাড়ছে বলে বিরোধীরা সমালোচনা করছেন। এত কিছুর পরেও মোদি সরকারের জনপ্রিয়তাও সামান্যতম ছিটে পড়েনি। বরং তাঁর জনপ্রিয়তা করোনা পূর্ব (Corona Starts) সময়কেও ছাপিয়ে (Highest) গিয়েছে। এমনটাই মত লোকাল সার্কেলের।
৬৪ হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে লোকাল সার্কেল জানিয়েছে, এখন ৬৭ শতাংশ মানুষ মনে করেন নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার দেশের নানাবিধ সমস্যা দূর করতে অনেকটাই সফল। সোমবার সংস্থার রিপোর্ট প্রকাসিথ হয়েছে। তাতে জানানো হয়েছে, গত বছর এই সময় করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল দেশে। করোনা মোাকাবিলায় ব্যর্থতার আঁচ পড়েছিল সরকারের গায়ে। জনপ্রিয়তা নেমে গিয়েছিল ৫১ শতাংশে। তার আগের বছর করোনা তখন শুধুমাত্র শুরু হয়েছে। তখন ২০২০ সালে মোদি সরকারের জনপ্রিয়তা ছিল ৬২ শতাংশ।
এবার জনপ্রিয়তা বাড়ার কারণ কি? (Why Popularity Gained by Modi Government?)
সমীক্ষক সংস্থার মতে, মানুষ মনে করছে করোনার তৃতীয় ঢেউ ভালভাবে মোকাবিলা করেছে সরকার। দেশের ৭ শতাংশ বেকার থাকলেও ৩৭ শতাংশ মানুষ মনে করছেন, সরকার এই পরিস্থিতিও অতিক্রম করতে পারবে। এক্ষেত্রেও সরকারের উপর আস্থা বেড়েছে। কারণ ২০২০ সালে মানুষ মোদি সরকারের কর্মসংস্থানের উপর ভরসা করেছিল ২৯ শতাংশ। আর ২০২১ সালে এই ভরসা ছিল ২৭ শতাংশ।
ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করছেন বিরোধীরা। কিন্তু মানুষ বলছে, এর জন্য মোদি সরকারকে দোষ দেওয়া যায়ন না। কারণ, গত তিন বছর ধরেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। ৭৩ শতাংশ মানুষ মত পোষণ করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরকারের উপর আস্থা দেখে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভরসা পেতেই পারেন নরেন্দ্র মোদি।
সমীক্ষার ফল (Survey Findings)
- ৭৩ শতাংশ মানুষ দেশের মধ্যেই তাঁদে পরিবারের ভবিষ্যৎ দেছেছেন।
- দূষণ কমাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে মনে করেন ৪৪ শতাংশ মানুষ।
- ৬০ মানুষ মনে করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সরকার সমর্থ। তবে ৩৩ শতাংশ এই মতের সঙ্গে সহমত নন।
- ৫০ শতাংশ মনে করেন ব্যবসা বাণিজ্য করা এখন সহজ হয়েছে।
0 মন্তব্যসমূহ