Madhyapradesh Fire: মধ্যপ্রদেশে বাড়িতে আগুন| পুড়ে মৃত্যু ৭

madhya-pradesh-indore-building-fire-death-toll

Madhyapradesh Fire: মধ্যপ্রদেশে বাড়িতে আগুন| পুড়ে মৃত্যু ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh)  ইন্দোরে (indore) একটি দোতলা বাড়িতে (building) আগুনে পুড়ে মৃত্যু (Death) হল সাতজনের। এঁদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। শনিবার সকালে ওই বাড়িতে আগুন (Fire) লাগে। পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্র জানিয়েছেন, ৯ জনকে উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম ৫ জনের চিকিৎসা চলছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তিনঘণ্টা সময় লেগেছে। ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই নিয়ে তাঁর ট্যুইট, ‘মৃতদের আত্মা যাতে শান্তি পায়, সেই কামনা করি। মৃতদের পরিবারবর্গ যাতে এই শোক কাটানোর শক্তি পান, সেই প্রার্থনা করি। আহতরাও দ্রুত সুস্থ হয়ে উঠুন।’  

শনিবার ভোররাত ৩টে ১০ নাগাদ স্বর্ণবাগ এলাকার ওই বাড়িতে আগুন লাগে। সে সময় বাড়ির সকলেই ঘুমিয়ে ছিলেন। দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। তা পৌঁছে যায় বাড়ির সামনে দাঁড় করানো মোটর সাইকেল এবং গাড়িগুলিতে। এরজেরে আগুন ভয়াবহ আকার ধারণ করে। পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক আনসার প্যাটেলকে পুলিস আটক করেছে। তাঁর বিরুদ্ধে গাফিলতিতে খুনের মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, প্রত্যেক তলে একটি করে ফ্ল্যাট রয়েছে। সেগুলির একটিতেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ