Kapil Sibal: কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল| সংকটে 'বিক্ষুব্ধ' জি ২৩ শিবির

kapil-sibal-left-congress-crisis-in-g-23-group

Kapil Sibal: কংগ্রেস ছাড়লেন কপিল সিবাল| সংকটে 'বিক্ষুব্ধ' জি ২৩ শিবির

কংগ্রেসে অভ্যন্তরীণ গণতন্ত্র ফেরাতে এবং সাংগঠনিক রদবদলের দাবিতে সোচ্চার ছিলেন তিনিও। সেই কপিল সিবাল (Kapil Sibal) কংগ্রেস ছেড়েদিলেন (Left Congress)। রাজ্যে রাজ্যে কংগ্রেসের ভরাডুবি আটকাতে গান্ধী নেতৃত্বের বিকল্পের দাবিতে সোচ্চার হয়েছিলেন জি-২৩ (g 23) নেতারা। তার অন্যতম মুখ ছিলেন কপিল সিবাল। সেই কপিল সিবাল বুধবার সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন। তাঁর মনোনয়ন পেশের সময় পাশে ছিলেন সপা প্রধান অখিলেশ যাদব। এরপর বলাবলি শুরু হয়েছে, কপিলকে পাশে পেয়ে যতটা না লাভ সপার হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে জি-২৩ গোষ্ঠীর। আর বিরোধীদের ছন্নছাড়া দেখে উল্লসিত হতেই পারেন মোদি-অমিত শাহ।

বুধবার মনোনয়ন দিয়ে সিবাল বলেন, ১৬ মে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেন, 'রাজ্যসভায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছি। আমাকে সমর্থন দেওয়ার জন্য অখিলেশ যাদবকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই সপা নেতা আজম খানকে। শুধু এখন নয়, গত কয়েক বছর ধরে তিনি আমার পাশে রয়েছেন।' 

অখিলেশ বলেন, 'আজ কপিল সিবাল সপার সমর্থন নিয়ে রাজ্যসভায় মনোনয়ন পেশ করলেন। তিনি একজন প্রবীণ আইনজীবী। ভালভাবে মত প্রকাশ করেছেন সংসদে। এবারও নিজের এবং সপার মত তিনি সংসদে তুলে ধরতে পারবেন।' 

আরও পড়ুন: কংগ্রেসের চিন্তন শিবিরের ছবি পোস্ট শশী থারুরের| সমস্যা মিটেছে| মন্তব্য প্রাক্তন বিদেশ রাষ্ট্রমন্ত্রীর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ