World Press Freedom Index: সংবাদমাধ্যমের স্বাধীনতা কমছে ভারতে| নামল কয়েক ধাপ
ভারতীয় সংবাদমাধ্যমের জন্য দুঃসময়। ক্রমশ স্বাধীনতা (Press Freedom) হারাচ্ছে (Lossing) ভারতীয় সংবাদমাধ্যম (Indian Media)। গত বছর বিশ্বের ১৮০ দেশের মধ্যে ভারতের স্থান হয়েছিল ১৪২। এবার আরও ৮ ধাপ নেমে ভারতের স্থান হয়েছে ১৫০ তম। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেস্ক (World Press Freedom Index)। সেখানেই ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতার বেহাল দশা ফুটে উঠেছে। দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারত সংবাদমাধ্যমের স্বাধীনতা তলানিতে যেতে শুরু করেছে। ২০১৬ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল ১৩৩। এরপর ক্রমশ পিছচ্ছে দেশ।
৩ মে মঙ্গলবার ছিল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সেই উপলক্ষে প্রতিবছর ৩ মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেস্ক প্রকাশিত হয়। রিপোর্টে ভারত প্রসঙ্গে বলা হয়েছে, 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকটে।' শুধু তাই নয়, ভারতের স্থান হয়েছে 'বিশ্বের সবথেকে বিপন্ন দেশগুলির তালিকায়।'
ভারতের পিছিয়ে পড়ার পিছনে বেশ কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, প্রতি বছর সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপঘাতে তিন থেকে চারজন সাংবাদিকের মৃত্যু হয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভারতে এক লক্ষের বেশি সংবাদপত্র, ৩৬ হাজার সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হয়। আার টিভি চ্যানেল রয়েছে ৩৮০ টির বেশি। এতকিছুর পরেও ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উৎসাহিত হতে পারেনি রিপোর্ট। কারণ, পুলিশ, দুর্নীতিবাজ নেতা, সমাজবিরোধীদের সহজ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছেন সংবাদকর্মীরা।
রিপোর্টে আলাদা করে হিন্দুত্ববাদীদের সংবাদমাধ্যমের উপর চড়াও হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, 'হিন্দুত্ববাদীদের চিন্তাধারার সঙ্গে মিল না খেলেই অনলাইনে তা নিয়ে আক্রমণ শুরু হয়। ভয় দেখানো, এমনকী খুনের হুমকিও দেওয়া হয়।'
0 মন্তব্যসমূহ