Hanskhali Rape Case: হাঁসখালিকাণ্ডে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন
হাঁসখালি ধর্যণ (Hanskhali Rape Case) নিয়ে তৃণমূলের উপর চাপ বাড়াতে গিয়ে পাল্টা চাপে পড়ে গেল বিজেপি। নির্যাতিতার নাম প্রকাশ করে দেওয়ায় রাজ্য বিজেপির সভাপতি (State BJP Chief) সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বিরুদ্ধে মামলা দয়েরের আবেদন করা হয়েছে। আর কলকাতা হাইকোর্টে এই আবেদন করেছে খোদ সিবিআই (CBI)।
আসলে ধর্ষণের পর হাঁসখালিতে গিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশে বিজেপি সদস্যরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিক বৈঠকে নির্যাতিতার নাম বলে ফেলেন সুকান্ত। একই কাজ করেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির এক সদস্য। তাঁর বিরুদ্ধেও মামলা দায়েরের আর্জি জানিয়েছে সিবিআই। আদালত জানিয়েছে, কোনওভাবেই নির্যাতিতার নাম প্রকাশ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ১৭ মে।
0 মন্তব্যসমূহ